Narendra Modi in Bengal: শুক্রবার সকাল সাড়ে ১০টা কলকাতায় নামছেন প্রধানমন্ত্রী, ফিরছেন দুপুর সাড়ে ৩টেয়, জানুন নরেন্দ্র মোদীর সফরসূচি
২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রচারে বারবার রাজ্যে ছুটে এসেছেন। কিন্তু ভোটে মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাছে হারের পর আর বাংলায় আসেননি নরেন্দ্র মোদী।
কলকাতা, ২৮ ডিসেম্বর: ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের (West Bengal Assembley Elections 2022) প্রচারে বারবার রাজ্যে ছুটে এসেছেন। কিন্তু ভোটে মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাছে হারের পর আর বাংলায় আসেননি নরেন্দ্র মোদী (Narendra Modi)। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উদ্বোধন ও শিলন্যাসের কর্মসূচি নিয়ে কলকাতায় আসছেন। শুক্রবার, ৩০ ডিসেম্বর সকাল থেকে ঠাসা কর্মসূচি নিয়ে কলকাতায় আসছেন মোদী। শহরে পাঁচ ঘণ্টা থেকে দুপুরে দিল্লি ফিরে যাবেন তিনি।
শুক্রবার সকাল সাড়ে দশটায় দমদম বিমানবন্দরে নামবেন মোদী। স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারত এক্সপ্রেসের 'সূচনা' করবেন তিনি। সেখান থেকে হাওড়া স্টেশনে বাংলার প্রথম 'বন্দে ভারত এক্সপ্রেস'-এর সূচনা করবেন মোদী। দেশের দ্রুততম ট্রেন 'বন্দে ভারত' সেদিন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা হবে। বন্দে ভারতের মাধ্যমে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি মাত্র সাড়ে ৭ ঘণ্টায় সফর করা যাবে। আরও পড়ুন-Howrah-New Jalpaiguri Vande Bharat Express Video: ছুটল বন্দে ভারত এক্সপ্রেস, প্রথম ট্রায়ালেই লক্ষ্যভেদ (দেখুন ভিডিয়ো)
এরপর সকাল ১১.১৫-এ বেহালা-জোকা মেট্রোর সূচনা এবং মেট্রো প্রকল্পের শিলন্যাস করবেন মোদী। তারপর দুপুর ১২টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী নমামী গঙ্গে প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন। উদ্বোধন, শিলন্যাস, বৈঠক শেষে দুপুর সাড়ে ৩টেয় দিল্লির উদ্দেশ্যে উড়ে যাবেন প্রধানমন্ত্রী।
এক নজরে শুক্রবার কলকাতায় নরেন্দ্র মোদীর সফরসূচি
সকাল সাড়ে ১০টা- নেতাজী সুভাষ আন্তর্জাতিক (দমদম) বিমানবন্দরে নামবেন
সকাল ১১.১৫টা- হাওড়া স্টেশনে বন্দে-ভারত এক্সপ্রেসের সূচনা
দুপুর ১২.২৫টা- মেট্রো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস
দুপুর ৩.৩০টে-নমামী গঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক
এ ছাড়াও বেশ কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সব মিলিয়ে স্টেশনে আধ ঘন্টা মতো থাকবেন।