Mamata Banerjee: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে খোয়া গেল মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের জোড়া পিস্তল
অসম থেকে ফেরার পথে অস্ত্র (Weapons) খোয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তারক্ষীদের (Security Guards)। এই খবরে শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে। সূত্রের খবর, জোড়া পিস্তল খোয়া গিয়েছে। যদিও, এখনও পর্যন্ত সরকারি ভাবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।
কলকাতা, ২৩ ডিসেম্বর: অসম থেকে ফেরার পথে অস্ত্র (Weapons) খোয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তারক্ষীদের (Security Guards)। এই খবরে শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে। সূত্রের খবর, জোড়া পিস্তল খোয়া গিয়েছে। যদিও, এখনও পর্যন্ত সরকারি ভাবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।
মঙ্গলবার দুপুরে তৃণমূল সুপ্রিমো কলকাতা থেকে বিমানে গুয়াহাটি যান। তারপর কামাখ্যা মন্দিরে পুজো দেন। গতকালই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjunga Express) কলকাতা ফিরছিলেন মুখ্যমন্ত্রীর ৮ জন নিরাপত্তারক্ষী। পুলিশ সূত্রে খবর, নিউ কোচবিহার স্টেশনের কাছে ট্রেন পৌঁছনোর পর এক পুলিশ কর্মী শৌচাগারে যান। তখনই খোয়া যায় তাঁর ব্যাগ। জানা গিয়েছে, সব মিলিয়ে ১০টি ব্যাগ ছিল, তার মধ্যে একটি ব্যাগ খোয়া যায়। ওই ব্যাগে এক জোড়া গ্লক পিস্তল ও ১০ রাউন্ড গুলি ছিল। আরও পড়ুন: Pralay Missile Testfired: ২৪ ঘণ্টায় 'প্রলয়' ব্যালিস্টিক মিসাইলের দ্বিতীয় পরীক্ষা চালাল ভারত
ট্রেনটি নিউ কোচবিহার স্টেশনে দাঁড়ানোর পরে একটি ব্যাগ না থাকার বিষয়টি মমতার নিরাপত্তারক্ষীদের মধ্যে থেকে একজনের নজরে আসে। এরপরই তড়িঘড়ি অভিযোগ জানানো হয় জিআরপি-র কাছে। সূত্রের খবর, ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের তরফে অসম পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।