Para-Teacher’s Protest: মমতার বাড়ির কাছে অভিনব প্রতিবাদ, প্ল্যাকার্ড হাতে আদিগঙ্গায় সাঁতরাচ্ছেন পার্শ্বশিক্ষকরা
চাকরির নিশ্চয়তা-সহ বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে এ রাজ্যের শিক্ষকরা বিভিন্ন ভাবে আন্দোলন করে আসছেন। তবে সরস্বতী পুজোর দিন আদিগঙ্গায় নেমে যেভাবে আন্দোলন করলেন পার্শ্বশিক্ষকরা (Para-Teacher) তা নিঃসন্দেহে অভিনব। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদিগঙ্গায় সাঁতরে প্রতিবাদ জানালেন পার্শ্বশিক্ষকরা। তাঁদের মূল উদ্দেশ্য ছিল, মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যাওয়া। এদিকে আদিগঙ্গার খুব কাছেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এদিন সকালে দেখা যায়, পার্শ্বশিক্ষকদের একটি দল আচমকাই আদিগঙ্গায় ঝাঁপিয়ে পড়লেন। তাঁদের হাতে ধরা বিভিন্ন দাবিদাওয়া-সমেত প্ল্যাকার্ড।
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: চাকরির নিশ্চয়তা-সহ বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে এ রাজ্যের শিক্ষকরা বিভিন্ন ভাবে আন্দোলন করে আসছেন। তবে সরস্বতী পুজোর দিন আদিগঙ্গায় নেমে যেভাবে আন্দোলন করলেন পার্শ্বশিক্ষকরা (Para-Teacher) তা নিঃসন্দেহে অভিনব। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদিগঙ্গায় সাঁতরে প্রতিবাদ জানালেন পার্শ্বশিক্ষকরা। তাঁদের মূল উদ্দেশ্য ছিল, মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যাওয়া। এদিকে আদিগঙ্গার খুব কাছেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এদিন সকালে দেখা যায়, পার্শ্বশিক্ষকদের একটি দল আচমকাই আদিগঙ্গায় ঝাঁপিয়ে পড়লেন। তাঁদের হাতে ধরা বিভিন্ন দাবিদাওয়া-সমেত প্ল্যাকার্ড। রীতিমতো পরিকল্পনা করেই যে এদিন তাঁরা জলে ঝাঁপ দেন তাতে কোনও সন্দেহ নেই। কারণ আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের হাতে ছিল প্ল্যাকার্ড। তবে প্লাস্টিকে মোড়া। তাই জলে ঝাঁপালেও সেসব নষ্ট হয়নি। আরও পড়ুন-Mohan Bhagwat Meets Mithun Chakraborty: মঙ্গলবার সাতসকালে মিঠুন চক্রবর্তীর সাক্ষাৎপ্রার্থী আরএসএস প্রধান মোহন ভাগবত, তুঙ্গে জল্পনা
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কমিশনার সৌমেন মিত্র। জানা গিয়েছে, এই আন্দোলনরত পার্শ্বশিক্ষকরা আসলে শিক্ষামিত্র নামের এক সংগঠনের সদস্য। এদিন সেই সংগঠনের তরফে অভিনব প্রতিবাদের সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল সাড়ে দশটার কাছাকাছি সময়ে ছয় সাতজনের পার্শ্বশিক্ষকদের একটি দল আলিপুর জেলের কাছে জড়ো হয়। অপরদিকে আর একটি দল পৌঁছায় আলিপুর পোস্ট অফিসের সামনে। এরপর তখনই তাঁদের কাছে প্ল্যাকার্ড থাকলেও তা প্রকাশ্যে আসেনি। এরপর পরিকল্পনা মাফিক তাঁরা ভাগ হয়ে চলে যান আদিগঙ্গার পাড়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে। তারপর কিছু বোঝার আগেই জলে ঝাঁপ দেন পার্শ্বশিক্ষকরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কোনওরকমে আন্দোলনকারীদের নিরস্ত করে। এখনকার মতো জল থেকে উঠে এলেও এই আন্দোলন যে দীর্ঘস্থায়ী রূপ নেবে তা মনে করাতে ভোলেননি প্রতিবাদী শিক্ষকরা।