IPL Auction 2025 Live

Bhawanipore Bypoll: ভবানীপুরে ভোট বৃহস্পতিবারেই, নির্বাচনে বাধা নেই জানালো হাইকোর্ট

ভবানীপুর উপনির্বাচন হবে নির্ধারিত দিনেই। আগামী ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভবানীপুর উপনির্বাচন নিয়ে আর কোনও জটিলতা থাকল না। নির্বাচনী বিজ্ঞপ্তির বেশ কিছু জায়গায় আপত্তি নিয়েই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার এই উপনির্বাচনের মামলার রায়দান হল। আদালতের পক্ষ থেকে সাফ জানানো হল, নির্ধারিত দিনেই হবে নির্বাচন।

Calcutta High Court (FILE PHOTO)

কলকাতা, ২৮ সেপ্টেম্বর: ভবানীপুর উপনির্বাচন (Bhawanipor By-Poll) হবে নির্ধারিত দিনেই। আগামী ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভবানীপুর উপনির্বাচন নিয়ে আর কোনও জটিলতা থাকল না। নির্বাচনী বিজ্ঞপ্তির বেশ কিছু জায়গায় আপত্তি নিয়েই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার এই উপনির্বাচনের মামলার রায়দান হল। আদালতের পক্ষ থেকে সাফ জানানো হল, নির্ধারিত দিনেই হবে নির্বাচন। যদিও এই মামলায় কমিশনকে জরিমানা দিতে হচ্ছে কিছু পদ্ধতিগত ক্রুটির কারণে। মামলাকারীদের অভিযোগ, শুধুমাত্র কেন একটি কেন্দ্রেই নির্বাচন ঘোষণা করা হয়েছে।

দেখুন টুইট

এদিকে, রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা হবে পুজোর পর। ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রে ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন হলেও, রাজ্যের (West Bengal) বাকি ৪ কেন্দ্র গোসবা, শান্তিপুর, দিনহাটা এবং খড়দহে উপনির্বাচন পুজোর পর৷ ৩০ অক্টোবর ওই ৪ কেন্দ্রের ভোট হবে৷ ২ নভেম্বর ফল ঘোষণা৷

আরও পড়ুন: কলকাতায় পুজোর আগে সেঞ্চুরি ছাড়াল পেট্রোল, দূর্মূল্য ডিজেল

ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন নিয়ে ক্রমশ পারদ চড়তে শুরু করেছে প্রায় গোটা রাজ্যে৷ ৩০ সেপ্টেম্বর ভোটের আগে রবিবার ছিল ভবানীপুরের শেষ প্রচার৷ ফলে সবকটি রাজনৈতিক দলই জোর কদমে তাদের প্রচার শেষ করে৷ প্রসঙ্গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের পাশাপাশি জঙ্গিপুর এবং সামসেরগঞ্জে উপনির্বাচন৷

ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে লড়ছেন বিজেপির (BJP) প্রিয়াঙ্কা টিব্রেওয়াল৷ বামেদের হয়ে লড়াইয়ের ময়দানে শ্রীজিব বিশ্বাস৷ বাম, তৃণমূল (TMC), বিজেপির পাশাপাশি এই কেন্দ্র থেকে আরও ৯ জন প্রার্থী লড়াই করছেন৷ যার মধ্যে হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেক্যুলার (HAM), নির্দল সহ একাধিক রাজনৈতিক দল রয়েছে৷