No Exam During Saraswati Puja: সরস্বতী পুজোর দিনগুলিতে সমস্ত বিশ্ববিদ্যালয়ে কোনও পরীক্ষা না রাখার নির্দেশ শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির
সরস্বতী পুজোর দিন (Saraswati Puja) বিশ্ববিদ্যালয়গুলিতে কোনও পরীক্ষা না রাখার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি (Partha Chatterjee)। এবছর তিথি অনুযায়ী ২৯ এবং ৩০ জানুয়ারি দুদিনই পড়েছে সরস্বতী পুজো। সেই দিনগুলিতে যেন কোনও বিশ্ববিদ্যালয়েই পরীক্ষা না থাকে, সে বিষয়ে কড়া নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী। গত শুক্রবারই একথা জানিয়ে দেন মন্ত্রী।
কলকাতা, ১২ জানুয়ারি: সরস্বতী পুজোর দিন (Saraswati Puja) বিশ্ববিদ্যালয়গুলিতে কোনও পরীক্ষা না রাখার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি (Partha Chatterjee)। এবছর তিথি অনুযায়ী ২৯ এবং ৩০ জানুয়ারি দুদিনই পড়েছে সরস্বতী পুজো। সেই দিনগুলিতে যেন কোনও বিশ্ববিদ্যালয়েই পরীক্ষা না থাকে, সে বিষয়ে কড়া নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী। গত শুক্রবারই একথা জানিয়ে দেন মন্ত্রী।
শুক্রবার এ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি অবাক হচ্ছি সরস্বতী পুজোর দিনে কি করে পরীক্ষা (Exam) হয়! আমার কাছে এ নিয়ে বেশ কিছু ছাত্র, এবং তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। আমি অবিলম্বে যে সব বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে তাদের বলেছি দিন পরিবর্তন করতে। এ ব্যাপারে উচ্চশিক্ষা দপ্তরকে বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। ২৯ জানুয়ারি পুজো শুরু হচ্ছে আর শেষ হচ্ছে ৩০ জানুয়ারির মাঝামাঝি। সেদিন বিসর্জন আছে। অনেক কলেজে ওইদিন প্রতিমা রেখেও দেওয়া হয়। তার মধ্যে কী করে পরীক্ষা সম্ভব? এটা কী হচ্ছে? আমি যদি বলি দুর্গাপুজোর দশমীতে পরীক্ষা হবে সেটা কি ঠিক? এগুলো বাস্তবতার অভাব। আমি অনুরোধ করব বিশ্ববিদ্যালয়গুলিকে, তারা যেন ২৯ এবং ৩০ জানুয়ারি কোনও পরীক্ষা না রাখে।’ ২৯ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য শাখার তৃতীয় ও পঞ্চম সেমেস্টারের পরীক্ষা ছিল। শিক্ষামন্ত্রীর নির্দেশ মতো পরীক্ষার দিন বদল করল বিশ্ববিদ্যালয়। ২৯ জানুয়ারির বদলে ওই দিনের পরীক্ষা হবে ১২ ফেব্রুয়ারি। সরস্বতী পুজোর জন্য পরীক্ষার দিন বদল করা হলেও মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলার জন্য পরীক্ষার দিন বদল নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। ১৩, ১৫ ও ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমেস্টারের পরীক্ষা রয়েছে। ১৪ ও ১৫ জানুয়ারি গঙ্গাসাগর মেলার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলার যানবাহনের সমস্যা দেখা দেয়। এই জেলায় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩৮টি কলেজ রয়েছে। যাতায়াতের সমস্যার কথা জানিয়ে ৭টি কলেজের অধ্যক্ষ ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের কাছে পরীক্ষার দিন বদলের আর্জি জানিয়েছে। যদিও এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের এক কর্তা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৪১ কলেজ রয়েছে। সেখানে কয়েকটি কলেজের জন্য পরীক্ষার দিনবদল সম্ভব নয়।’ আরও পড়ুন: Kolkata Port Trust Renamed: ঐতিহ্যের বদল নরেন্দ্র মোদির, কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে রাখলেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর
এ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) সহ উপাচার্য (শিক্ষা) আশিস চ্যাটার্জি জানিয়েছেন, ‘সব দিক খতিয়ে দেখেই ২৯ জানুয়ারি পরীক্ষা রাখা হয়েছিল। তখন ৩০ ও ৩১ জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে সরকারি ছুটি (Holi Day) ছিল। পরে দিন ও তিথি বদল হয়। পরিকল্পিতভাবে সরস্বতী পুজোর দিন পরীক্ষা রাখা হয়নি।’