IPL Auction 2025 Live

Netaji Subhas Chandra Bose Jayanti 2021: নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি; শ্যামবাজার থেকে ধর্মতলায় পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

আজ নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর উপস্থিতিতে রয়েছে একাধিক কর্মসূচি। অন্যদিকে আজ শ্যামবাজার থেকে ধর্মতলায় নেতাজীর মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ২টি গ্যালারির উদ্বোধন করবেন তিনি। সংস্কৃতি মন্ত্রক সূত্রে খবর, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা ব্যানার্জিকেও। আজ তাঁদের দু'জনকে একই সঙ্গে এক মঞ্চে দেখা যেতে পারে।

মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদি (Photo Credit: PTI)

কলকাতা, ২৩ জানুয়ারি: আজ নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৫-তম জন্মবার্ষিকী (Netaji Subhas Chandra Bose Jayanti 2021) উপলক্ষ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর উপস্থিতিতে রয়েছে একাধিক কর্মসূচি। অন্যদিকে আজ শ্যামবাজার থেকে ধর্মতলায় নেতাজির মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ২টি গ্যালারির উদ্বোধন করবেন তিনি। সংস্কৃতি মন্ত্রক সূত্রে খবর, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা ব্যানার্জিকেও। আজ তাঁদের দু'জনকে একই সঙ্গে এক মঞ্চে দেখা যেতে পারে।

আজ দুপুর সাড়ে তিনটেয় বিমানে কলকাতা পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে করে যাবেন রেস কোর্সে। রেস কোর্স থেকে যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে। জাতীয় গ্রন্থাগারে নেতাজিকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি। বিকেল ৪টে ২৮-মিনিটে প্রধানমন্ত্রীর ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছনোর কথা। সেখানে উদ্বোধন করবেন ‘নির্ভীক সুভাষ’ নামে স্থায়ী একটি গ্যালারির। পাশাপাশি, অন্যান্য বিপ্লবীদের নিয়ে ‘বিপ্লবী ভারত’ নামে আর একটি গ্যালারিরও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। আরও পড়ুন, নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫-তম জন্মবার্ষিকী আজ, বাংলায় শুভেচ্ছা পাঠান আত্মীয়-স্বজনকে

২৪ তারিখ থেকে গ্যালারি ২টি খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেড় ঘণ্টা থাকার কথা প্রধানমন্ত্রীর। বিকেল ৫টা ৪৬-এ ভাষণ দেবেন তিনি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রীর নাম। বিকেল ৫টা ২০ মিনিটে তাঁর বক্তৃতার জন্য ৫ মিনিট সময়ও নির্ধারণ করা হয়েছে। শনিবার ভিক্টোরিয়ায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। ১২৫ খুদে নেতাজির বেশে সাজবে। সেই অনুষ্ঠানে অংশ নেবেন একঝাঁক টলিউড তারকা, তাদের মধ্যে রয়েছেন ঊষা উত্থুপ, পাপন, সৌরেন্দ্র-সৌম্যজিত্‍ সহ বহু শিল্পী। সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে আজ সন্ধ্যেতে নেতাজি স্মরণ করা হবে।