Murshidabad Bomb Blast Case: মুর্শিদাবাদে বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করতে না দেওয়ার অভিযোগ, ভিডিয়োতে শুনুন আরও কী বললেন প্রিয়াঙ্ক কানুনগো
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই অশান্তি চলছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। তার মধ্যে মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণের ফলে পাঁচ জন শিশু জখম হয়েছে বলে অভিযোগ। রবিবার রাতে এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো।
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনকে (WB Panchayat Elections 2023) কেন্দ্র করে কয়েকদিন ধরেই অশান্তি চলছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। তার মধ্যে মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণের (Murshidabad bomb blast) ফলে পাঁচ জন শিশু (children) জখম (injure) হয়েছে বলে অভিযোগ। রবিবার রাতে এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো (NCPCR Chairperson Priyank Kanoongo)।
বিগত কয়েকমাস ধরে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন শিশু ও নাবালক-নাবালিকার মৃত্যু এবং নির্যাতনের ঘটনায় রাজ্য প্রশাসন ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সঙ্গে বিতর্কে জড়িয়ে সংবাদের শিরোনামে এসেছেন প্রিয়াঙ্ক। রবিবারও নয়াদিল্লিতে এএনআইয়ের সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে মুর্শিদাবাদের বিস্ফোরণ সম্পর্কে নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করেন তিনি।
এপ্রসঙ্গে বলেন, "সম্প্রতি মুর্শিদাবাদে বিস্ফোরণের ফলে পাঁচ জন শিশু জখম হয়েছে। আমরা সেখানে গিয়ে ওই শিশুদের সঙ্গে দেখা করে ঘটনাটির তদন্ত করতে চেয়েছিলাম। কিন্তু, নির্বাচন কমিশনার (election commissioner) বোমা বিস্ফোরণের ফলে জখম শিশুদের সঙ্গে আমাদের দেখা করার অনুমতি (permission) দেয়নি। যেখানে শিশুরা ভোটারই (voters) নয়। আজকের দিনে কোনও রাজ্য সরকার (state government) আমাদের অনুমতি দিতে আপত্তি করে না, কোনও রাজ্য নির্বাচন কমিশন আমাদের আটকায় না।" আরও পড়ুন: WB Panchayat Elections 2023: পঞ্চায়েতে ভোটে সংবাদমাধ্যমকে নিরাপত্তা দেওয়ার অনুরোধ, রাজ্যপাল ও রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি অধীরের
দেখুন ভিডিয়ো: