Bengal Explosives Seizure Case: বৈদ্যুতিক ডিটোনেটর ও বিস্ফোরক মামলায় বীরভূম থেকে NIA-র হাতে ধৃত অন্যতম মূল অভিযুক্ত

পশ্চিমবঙ্গ বৈদ্যুতিক ডিটোনেটর ও বিস্ফোরক মামলার তদন্তে ফের সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শুক্রবার এই মামলার অন্যতম মূল অভিযুক্ত ইসলাম চৌধুরীকে বীরভূম থেকে গ্রেফতার করল তারা।

ফাইল ফটো

কলকাতা: পশ্চিমবঙ্গ বৈদ্যুতিক ডিটোনেটর ও বিস্ফোরক মামলার (WB electric detonators & explosives seizure case) তদন্তে ফের সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (National Investigation Agency)। শুক্রবার এই মামলার অন্যতম মূল অভিযুক্ত (key conspirator) ইসলাম চৌধুরীকে বীরভূম (Birbhum) থেকে গ্রেফতার (arrest) করল তারা। এর ফলে এই মামলায় এখনও পর্যন্ত গ্রেফতার হল মোট আটজন।

তদন্তকারী সংস্থা সূত্রে জানানো হয়েছে, শুক্রবার বীরভূমের বারালিপাড়া (Baralipara) এলাকায় থাকা ইসলাম চৌধুরীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা। ধৃতের বাড়ি থেকে দেড় লক্ষ টাকা নগদ, ব্যাঙ্কের মাধ্যমে লেনদেনের কাগজ, মোবাইল নম্বর লেখা কাগজের টুকরো, সিম কার্ড, তিনটি মোবাইল ফোন ও অনেক অপরাধমূলক কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

গত ২৮ জুন এই মামলায় দুই অভিযুক্ত মেরাজুদ্দিন আলি খান ওরফে মেরাজ খান এবং মীক মহম্মদ নুরুজ্জামান ওরফে রোমিও ওরফে মীর ওরফে জামাই ওরফে প্রিন্সকে গ্রেফতার করেছিল এনআইএ। তাদের জেরা করে সন্ধান মেলে ইসলামের।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, গত বছর পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ তদন্তকারী দল বীরভূমের মহম্মদ বাজার পুলিশ স্টেশন এলাকায় একটি গাড়ি থেকে আনুমানিক ৮১ হাজার বৈদ্যুতিক ডিটোনেটর বাজেয়াপ্ত করে। পরে এই মামলার তদন্তভার যায় এনআইয়ের হাতে। সেপ্টেম্বর মাসে এই বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত নামে তারা। আর তদন্তে নেমে জানতে পারে এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত হল ইসলাম চৌধুরী। আরও পড়ুন: Calcutta High Court Questioned ED: মানিক ভট্টাচার্যের স্ত্রীকে হেফাজতে নিয়ে জেরার বিষয়ে ইডিকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের



@endif