Narada Scam Case: নারদা মামলায় জামিন পেলেন ফিরহাদ, মদন, শোভন, সুব্রত মুখোপাধ্যায়
সকাল থেকে টানাপোড়েনের পর জামিন পেলেন নারদা মামলায় অভিযুক্ত ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়। নগর দায়েরা আদালতে তাঁদের জামিন মঞ্জুর।
কলকাতা, ১৭ মে: সকাল থেকে টানাপোড়েনের পর জামিন পেলেন নারদা মামলায় (Narada Scam Case) অভিযুক্ত ফিরহাদ হাকিম (Firhad Hakim), মদন মিত্র (Madan Mitra), শোভন চট্টোপাধ্যায় (Sobhan Chattopadhyay) ও সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukhopadhyay)। নগর দায়েরা আদালতে তাঁদের জামিন মঞ্জুর। সকালে বেআইনি চার্জশিট পেশ করে তাঁদের গ্রেফতার করা হয় বলে অভিযোগ করা হয়।
১২ ঘণ্টার মধ্যে ৪জনের জামিন মকুব। আজই নিজেদের বাড়ি ফিরতে পারবেন তাঁরা।
আজ বিকেলে অনলাইনেই পেশ হয় চার্জশিট। মোট ৫ জনের নাম চার্জশিটে (Chargesheet) পেশ হয়। চার্জশিটে ধৃতদের মধ্যে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়-সহ আইপিএস এসএমএইচ মির্জারও নাম রাখা হয়। ভারতীয় দণ্ডবিধির ১০৯ ধারা রুজু করা হয়। চারজনই প্রভাবশালী, সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলে আদালতে যুক্তি সিবিআই (CBI) আইনজীবীর। ধৃতদের ১৪ দিন জেল হেফাজতের আবেদন করে। আরও পড়ুন, নিজাম প্যালেস থেকে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী, সিবিআই আদালতে রায়দান আপাতত স্থগিত
প্রায় ৬ ঘণ্টা পর নিজাম প্যালেসে ছিলেন(Nizam Palace) মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। "আদালতই সিদ্ধান্ত নেবে", বলে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।