Monsoon In West Bengal: রাজ্যে ঢুকে পড়ল বর্ষা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে ঢুকে পড়ল বর্ষা (monsoon in west bengal)। শুক্রবার রাজ্যে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গেও। সকাল থেকেই কলকাতায় (Kolkata) মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে ৷
কলকাতা, ১২ জুন: আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে ঢুকে পড়ল বর্ষা (monsoon in west bengal)। শুক্রবার রাজ্যে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গেও। সকাল থেকেই কলকাতায় (Kolkata) মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে ৷
উত্তরবঙ্গেও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই শুক্রবার বর্ষা অর্থাৎ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সিকিমের সমস্ত এলাকায় প্রবেশ করেছে। আরও পড়ুন: Abani Mohan Joardar Death: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অবনীমোহন জোয়ারদার, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার পূর্ব নির্ধারিত দিন ছিল ১১ জুন। একদিন পর ১২ জুন বর্ষা প্রবেশ করল রাজ্য। একইসঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় মৌসুমী বায়ু ঢুকে পড়েছে। এ বছর কিছুটা পরে বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে।