Matua: বারাসাতে মতুয়াদের বাসে হামলার অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে হাবড়ায় ট্রেন অবরোধ

মতুয়াদের বাস আটকে ২০ জনের বেশি দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। এরপরই হাবড়ায় রেল অবরোধ শুরু হয়। হাবড়ায় মতুয়াদের রেল অবরোধের জেরে ট্রেন চলাচলে বিঘ্ন হয়।

Motua Protest (Photo Credit: Twitter)

হাবড়া, ১ এপ্রিল:  মতুয়াদের বাসের উপর হামলার অভিযোগ উঠল। বারাসাতে মতুয়াদের বাসে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠতেই হাবড়ায় রেল অবরোধ শুরু হয়। হাবড়ায় রেল অবরোধের জেরে গোটা এলাকা জুড়ে শোরগোল ছড়িয়ে পড়ে। বারাসাতে মতুয়াদের বাসের উপর যে  বা যারা হামলা চালিয়েছে, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে বলে দাবি করেন শান্তনু ঠাকুর।  দুষ্কৃতীদের গ্রেফতার না করা হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে হুঁশিয়ারি দেন শান্তনু ঠাকুর।

মতুয়াদের বাস আটকে ২০ জনের বেশি দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। এরপরই হাবড়ায় রেল অবরোধ শুরু হয়। হাবড়ায় মতুয়াদের রেল অবরোধের জেরে ট্রেন চলাচলে বিঘ্ন হয়।

আরও পড়ুন: Adult Film Actress: রহস্য প্রতি পরতে, খুনের পর টুকরো টুকরো করা হল পর্ন তারকার দেহ

দুষ্কৃতীদের খোঁজ শুরু হলে, ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ৪ জনকে। পাশাপাশি ওই ঘটনায় আর কেউ জড়িত  কি না, সে  বিষয়ে তল্লাশি শুরু হয়েছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।