IPL Auction 2025 Live

Fire at Eastern Rail Head Quarter: বড়বাজারের পূর্ব রেলের সদর কার্যালয়ে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। বড়বাজারের পূর্ব রেলের সদর কার্যালয়ে ভয়াবহ আগুন লাগে। সোমবার সন্ধে ৬টা ১৫ নাগাদ আগুন লাগে। স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলায় আগুন লেগে যায়। সেখানে চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের অফিস রয়েছে। সেখানেই আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। আশেপাশের এলাকায় বহুতল থাকায় কাজ করতে বেগ পেতে হয় দমকলকর্মীদের।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কলকাতা, ৮ মার্চ: শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। বড়বাজারের পূর্ব রেলের সদর (Eastern Rail) কার্যালয়ে ভয়াবহ আগুন লাগে। সোমবার সন্ধে ৬টা ১৫ নাগাদ আগুন লাগে। স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলায় আগুন লেগে যায়। সেখানে চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের অফিস রয়েছে। সেখানেই আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। আশেপাশের এলাকায় বহুতল থাকায় কাজ করতে বেগ পেতে হয় দমকলকর্মীদের।

বহু নথি পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়ার দাপটে আগুন আরও বেশি করে ছড়িয়ে পড়তে থাকে। গোটা বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। বিভিন্ন দফতরের শীর্ষকর্তাদের অফিস এখানে। হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। দমকল তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করছে। আরও পড়ুন, বিজেপিতেই গেলেন সোনালি গুহ, দীপেন্দু বিশ্বাস, রবীন্দ্রনাথ ভট্টাচার্য-সহ একঝাঁক নেতামন্ত্রীরা, রয়েছেন অভিনেত্রী তনুশ্রীও

এদিকে আজই তিলজলায় রবার কারখানায় বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন এসে পৌঁছয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমসিম খায় দমকল বাহিনী। আশপাশের বহুতলের ছাদ থেকে হর্স পাইপ লািগয়ে জল ঢালা হয়। সোমবার সকালে কারখানার শিফট শুরু হওয়ার আগে কালো ধোঁয়া বেরতে দেখেন বাসিন্দারা। দমকলবাহিনীর কয়েক ঘণ্টার প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আসে।কলকাতা