N Biren Singh's Brother Rescued: কলকাতায় উদ্ধার মণিপুরের মুখ্যমন্ত্রীর অপহৃত ভাই টংব্রাম লুখোই সিং, ধৃত ৫

অবশেষে উদ্ধার হলেন মণিপুরের মুখ্যমন্ত্রী (Manipur CM) এন বীরেন সিংয়ের ভাই ( N Biren Singh's Brother)। শনিবারই তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয় পুলিশ (Police)। জানা গিয়েছে, সিবিআই অফিসার সেজে পাঁচ ব্যক্তি এন বীরেন সিংয়ের ভাই টংব্রাম লুখোই সিংহের (Tongbram Lukhoi Singh) অ্যাপার্টমেন্ট থেকেই তাঁকে অপহরণ করে। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার রাতে।

এন বীরেন সিং (Photo Credit: PTI)

কলকাতা, ১৪ ডিসেম্বর: অবশেষে উদ্ধার হলেন মণিপুরের মুখ্যমন্ত্রী (Manipur CM) এন বীরেন সিংয়ের ভাই ( N Biren Singh's Brother)। শনিবারই তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয় পুলিশ (Police)। জানা গিয়েছে, সিবিআই অফিসার সেজে পাঁচ ব্যক্তি এন বীরেন সিংয়ের ভাই টংব্রাম লুখোই সিংহের (Tongbram Lukhoi Singh) অ্যাপার্টমেন্ট থেকেই তাঁকে অপহরণ করে। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার রাতে।

এদিন পুলিশ জানিয়েছে, গতকাল রাতে ৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সিবিআই অফিসার সেজে কলকাতায় নিউ টাউন এলাকায় (Kolkata, New Town) তাঁর ভাড়ার ফ্ল্যাটে ঢোকে। খেলনা বন্ধুক দেখিয়ে তাঁকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাঁর স্ত্রীর কাছ থেকে নগদ ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনায় তৎক্ষণাৎ পুলিশের শরণাপন্ন হন তাঁর পরিবারের লোকজন। কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশ (Kolkata Police) তাঁকে উদ্ধার করতে সক্ষম হয় অভিযুক্ত দুজনকে। আর এদিন অভিযুক্ত বাকি তিনজনকেও গ্রেফতার করে পুলিশ। মূলত মোটা টাকা মুক্তি পণ আদায় করতেই এমন ঘটনা ঘটিয়েছিল বলে আপাতত অনুমান পুলিশের। অবশেষে পাঁচজনকেই মধ্য কলকাতার বেনিয়াপুকুর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। জানা যাচ্ছে, অভিযুক্ত পাঁচজনের মধ্যে দুজন মণিপুরেরই। একজন পঞ্জাবের, বাকিরা কলকাতারই। পুলিশ জানিয়েছে, বেনিয়াপুকুরে অভিযান চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে দুটি গাড়ি এবং তিনটি খেলনা বন্দুক এবং নগদ ২ লক্ষ টাকা। সেই সবই বাজেয়াপ্ত করা হয়েছে। আরও পড়ুন: Gurugram: ছোট জামা পরলেই মেয়েদের গুলি করে মারা হোক! ধর্ষণ রুখতে এমনই নিদান দিলেন গুরুগ্রামের পুলিশকর্মী

পুলিশের তরফে আরও জানা গিয়েছে, পাঁচজনকেই জিজ্ঞাসাবাদ (Investigation) করা হচ্ছে।