Manipur Attack: মণিপুরে জঙ্গি হামলায় শহিদ বাংলার জওয়ান, আজই আসছে কফিনবন্দি দেহ
গতকাল মণিপুরে (Manipur) জঙ্গি হানায় শহিদ হয়েছেন বাংলার এক জওয়ান। তাঁর নাম শ্যামল দাস (Shyamal Das)। মুর্শিদাবাদ জেলার কান্দি (Kandi) মহকুমার খড়গ্রাম থানার কীর্তিপুরে বাড়ি শ্যামলের। তাঁর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আজ কলকাতায় পৌঁছবে নিহত জওয়ানের দেহ। এরপর সড়ক পথে তাঁর দেহ নিয়ে আসা হবে পৈতৃক গ্রামে। সেখানেই পূর্ণ মর্যাদায় আজ শেষকৃত্য সম্পন্ন হবে।
কলকাতা, ১৪ নভেম্বর: গতকাল মণিপুরে (Manipur) জঙ্গি হামলায় শহিদ হয়েছেন বাংলার এক জওয়ান। তাঁর নাম শ্যামল দাস (Shyamal Das)। মুর্শিদাবাদ জেলার কান্দি (Kandi) মহকুমার খড়গ্রাম থানার কীর্তিপুরে বাড়ি শ্যামলের। তাঁর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আজ কলকাতায় পৌঁছবে নিহত জওয়ানের দেহ। এরপর সড়ক পথে তাঁর দেহ নিয়ে আসা হবে পৈতৃক গ্রামে। সেখানেই পূর্ণ মর্যাদায় আজ শেষকৃত্য সম্পন্ন হবে।
শনিবার মণিপুরের চূড়াচাঁদপুরে জঙ্গি হামলায় অসম রাইফেলসের কমান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠী, তাঁর স্ত্রী, ছেলে-সহ ৭ জন নিহত হন। বিপ্লবের গাড়ির চালক ছিলেন শ্যামল। তাঁর মৃত্যু হয় ওই ঘটনায়। হামলার দায় স্বীকার করেছে দুই জঙ্গি সংগঠন মণিপুর পিপলস লিবারেশন আর্মি (People's Liberation Army of Manipur) ও মণিপুর নাগা পিপলস ফ্রন্ট (Manipur Naga People's Front)। আরও পড়ুন: Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১১,২৭১ জন, মৃত্যু ২৮৫ জনের
শ্যামল দাসের মৃত্যুর ঘটনায় খড়গ্রামের কৃত্তিপুর গ্রামে নেজেছে ব্যাপক শোকের ছায়া। নিহত জওয়ানের একটি আট বছরের সন্তান রয়েছে।