Mamata Banerjee Writes to Narendra Singh Tomar: কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের থেকে কেন্দ্রীয় প্রকল্পের টাকা চেয়ে চিঠি মমতা ব্যানার্জির

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে চিঠি দিয়ে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের অধীনে অর্থ হস্তান্তরের জন্য অনুরোধ করেন। কৃষক আন্দোলনের মধ্যেই কৃষিমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। এই নিয়ে দ্বিতীয়বার কৃষিমন্ত্রীকে চিঠি দিলেন তিনি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের কৃষকরা যে সুবিধা পান, তা বাংলায় লাগু করার আবেদন করলেও এখনও চালু হয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Photo Credits: Facebook/elections.in)

কলকাতা, ২১ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে চিঠি দিয়ে 'প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি' প্রকল্পের অধীনে অর্থ হস্তান্তরের জন্য অনুরোধ করেন। কৃষক আন্দোলনের মধ্যেই কৃষিমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। এই নিয়ে দ্বিতীয়বার কৃষিমন্ত্রীকে চিঠি দিলেন তিনি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের কৃষকরা যে সুবিধা পান, তা বাংলায় লাগু করার আবেদন করলেও এখনও চালু হয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে বিজেপির অভিযোগ ‘আয়ুষ্মান ভারত যোজনা’ এবং ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মাণ নিধি’ – এই দুই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা ইচ্ছে করেই লাগু করছে না। এই দুই সুবিধা চালু না করায় মুখ্যমন্ত্রীকে বারবার আক্রমণ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই পরিস্থিতিতে কেন্দ্রের উপর চাপ তৈরি করতেই ফের কৃষিমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন, বিজেপিকে 'চিটিংবাজ' পার্টি বলে সম্বোধন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

এর আগের চিঠি তাতে সংযোজন করেছেন। এবার তিনি সরাসরি টাকাই চাইলেন কেন্দ্রের থেকে। যা টুইটারে প্রকাশিত হয়। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, কেন্দ্রীয় প্রকল্পে কৃষকদের জন্য বরাদ্দ অর্থ পাঠানো হোক বাংলায়। তা হাতে পেলেই নিয়ম মেনে সুবিধাপ্রাপ্তদের তালিকা তৈরি করে কেন্দ্রের কাছে জমা দেওয়া হবে।