Mamata Banerjee: 'আসুন, NRC-র বিরুদ্ধে জোট বাঁধি', সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদের চিঠি দিলেন মমতা ব্যানার্জি
দিল্লির জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই (PM Narendra Modi) বিষয়টা খোলসা করে দিয়েছেন। গত রবিবার তাঁর বক্তব্যে স্পষ্ট সিএএ-এনআরসির বিরোধিতায় এখন দেশের প্রধান রাজনৈতিক মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। কথাটা যে ভুল নয়, ২৪ ঘণ্টার মধ্যেই তা ছবির মত স্বচ্ছ করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী নিজেই। সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীকে সোমবার চিঠি দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবেদন করলেন, এনআরসি-র বিরুদ্ধে জোট বাঁধতে।
কলকাতা, ২৩ ডিসেম্বর: দিল্লির জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই (PM Narendra Modi) বিষয়টা খোলসা করে দিয়েছেন। গত রবিবার তাঁর বক্তব্যে স্পষ্ট সিএএ-এনআরসির বিরোধিতায় এখন দেশের প্রধান রাজনৈতিক মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। কথাটা যে ভুল নয়, ২৪ ঘণ্টার মধ্যেই তা ছবির মত স্বচ্ছ করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী নিজেই। সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীকে সোমবার চিঠি দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবেদন করলেন, এনআরসি-র বিরুদ্ধে জোট বাঁধতে।
এমনিতেই এনআরসি বা সিএএ-এর বিরোধিতায় প্রথম থেকে সরব ছিলেন মমতা। রবিবারও নরেন্দ্র মোদির আক্রমণের জবাবে মমতা লেখেন, 'দেশজুড়ে NRC নিয়ে দু'রকম কথা শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে।' রবিবার রামলীলা ময়দানের জনসভা থেকে মমতাকে নিশানা করে মোদি বলেন, 'সংসদে দাঁড়িয়ে একসময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানোর আর শরণার্থীদের জায়গা দিতে বলতেন মমতা দিদি। আর আজ তিনি কলকাতা থেকে পৌঁছে গেছেন রাষ্ট্রসংঘে! দিদি, এখন কী হয়েছে আপনার? কেন বদলে গিয়েছেন? নির্বাচন আসে-যায়, বাংলার মানুষকে ভরসা করুন। বাংলার বাসিন্দাদের আপনি শত্রু ভেবে ফেলেছেন।' এই সময়ের খবর অনুযায়ী, শুধু তাই নয়, তাঁর অভিযোগ, 'বাংলায় সেনা নিয়মমাফিক কাজ করতে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করে বলেন মোদীর সেনা এসেছে।' আরও পড়ুন: Narendra Modi: ঝাড়খণ্ডে হেরে ত্রিশঙ্কু জোটকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধান মন্ত্রীর বক্তব্যের পাল্টা দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, 'আমি যা বলেছি, তা জনসমক্ষে বলেছি। আপনি যা বলেছেন তার বিচারক মানুষ। প্রধানমন্ত্রী যখন জনসমক্ষে দেশজুড়ে NRC প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরুদ্ধে মত পোষণ করছেন, তখন কে ভারতের (India) মৌলিক ভাবনাকে বিভাজিত করছে? মানুশ নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে যে, কে ঠিক আর কে ভুল।'