Save Water Drive: নরেন্দ্র মোদির পথে হেঁটে এবার রাজ্যেও জল বাঁচাও দিবস পালন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
১২ জুলাই কলকাতার বুকে মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার 'সেভ ওয়াটার, সেভ লাইফ' (Save Water, Save Life)অভিযান করবে।
কলকাতা, ১ জুলাই, ২০১৯: রবিবারই মন কি বাত অনুষ্ঠানে দেশের জলসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী#Jalshakti Misson শুরু করেছেন তিনি। জল বাঁচাতে দেশের চিন্তাশীল ব্যক্তিদের কাছ থেকে উপায় জানতে চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই বার্তার ঠিক পরের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ঘোষণা করলেন জলসংরক্ষণ নিয়ে সচেতন করতে পদযাত্রা করবেন তিনি।এসএসকেএম -এর আয়োজিত এক অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১২ জুলাই রাজ্য জুড়ে 'জল বাঁচাও , জীবন বাঁচাও' দিবস পালন করা হবে।
১২ জুলাই কলকাতার বুকে মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার 'সেভ ওয়াটার, সেভ লাইফ' (Save Water, Save Life)অভিযান করবে। এই দিন দুপুর ৩ টের সময় জোড়াসাঁকো থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত হাঁটবেন মুখ্যমন্ত্রী। পদযাত্রায় অংশ নেবেন সমাজের সব স্তরের মানুষ। আরও পড়ুন, BJP নেত্রী প্রিয়াঙ্কা শর্মার গ্রেফতারি নিয়ে রাজ্য সরকারকে আদালত অবমাননার নোটিস সুপ্রিম কোর্টের
এদিনের অনুষ্ঠান মঞ্চে একাধিক ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রাজ্যে পালিত হচ্ছে কন্যাশ্রী দিবসও। ১৪ জুলাই কন্যাশ্রী দিবস যেমনভাবে পালিত হচ্ছে, সেভাবেই ১২ জুলাই 'জল বাঁচাও জীবন বাঁচাও' দিবসও পালিত হবে ।