Mamata Banerjee Swearing In: আজ মমতার শপথ, অতিথির তালিকায় রয়েছেন সৌরভ
করোনা আবহে আজ বুধবার তৃতীয় বারের মতো মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তবে ভয়াবহ মহামারীর মধ্যে শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে অনাড়ম্বর৷
কলকাতা, ৫ মে: করোনা আবহে আজ বুধবার তৃতীয় বারের মতো মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তবে ভয়াবহ মহামারীর মধ্যে শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে অনাড়ম্বর৷ আজ সকাল দশটা বেজে ২৫ কালীঘাটের বাড়ি থেকে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও ভোট কুশলী প্রশান্ত কিশোরকে সঙ্গে নিয়ে রাজভবনের উদ্দেশে রওনা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় আছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমানবসু, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং বিধানসভার সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। আমন্ত্রণ করা হয়েছে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি পরিষদীয় দলের প্রাক্তন নেতা মনোজ টিগ্গাকে। আরও পড়ুন-Deepika Padukone COVID19 Positive: করোনায় আক্রান্ত অভিনেত্রী দীপিকা পাডুকোন: রিপোর্ট
শপথগ্রহণ অনুষ্ঠান শেষে রাজভবনে এক চা চক্রের আয়োজন করা হয়েছে৷ সকাল ১০টা বেজে ৪৫ মিনিটে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপরে চায়ের আমন্ত্রণ রক্ষা করে বেলা সাড়ে এগারোটা নাগাদ নবান্নে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী৷ সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যসচিব৷ জানা গেছে, এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূলের তরফে থাকবেন সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ দেব, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি ও সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ এই শপথগ্রহণ অনুষ্ঠানের অতিথি তালিকায় রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল