Mamata Banerjee: 'আমায় এভাবে অপমান করবেন না', প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মমতা বন্দ্য়োপাধ্যায়, ছবি এএনআই

কলকাতা, ২৯ মে:  দিঘা (Digha) থেকে রিভিউ বৈঠক করে ফিরে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড় য়াস নিয়ে ২৮ মে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর (CM) বৈঠক নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি।

মোদী সরকারের (Narendra Modi Govt) বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, 'আমাকে এভাবে অপমান করবেন না। আমরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছি। তা সত্ত্বেও আপনারা কেন এই ধরনের ব্যবহার করছেন? আপনারা সব ধরনের চেষ্টা করেছেন, তা সত্ত্বেও জিততে পারেননি। তাহলে কেন প্রতিদিন আমাদের সঙ্গে এভাবে ঝগড়া করছেন?'

আরও পড়ুন:  Mamata Banerjee: 'মুখ্যসচিব বাঙালি বলেই কি এত রাগ?' কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ন রাজনীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর

ঘূর্ণিঝড় (Cyclone)  নিয়ে ২৮ মে প্রধানমন্ত্রীর (PM) সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের কথা ছিল। সেখানে হাজির হলে দেখা যায়, রাজ্যপাল, বিরোধী দলনেতা সবাই রয়েছেন। বাংলার সঙ্গে কেন এই ধরনের ব্যবহার করছেন বলে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলার জন্য যা করতে হয় তিনি করবেন। বাংলার মানুষ যাতে অসুবিধায় না পড়েন, তার জন্য তিনি সব সময় রয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।