Mamata Banerjee On Anti-Farmer Bills: নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের, টুইট মমতা ব্যানার্জির
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবার সরব হলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিন কৃষি আইন সংশোধন কৃষকদের দাবি (Farmers' Protest) মেনে প্রত্যাহার না করলে দেশজুড়ে আন্দোলন শুরু করবে তৃণমূল কংগ্রেস (TMC)। ৩ ডিসেম্বর টুইট করে কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।
কলকাতা, ৩ ডিসেম্বর: নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবার সরব হলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিন কৃষি আইন সংশোধন কৃষকদের দাবি (Farmers' Protest) মেনে প্রত্যাহার না করলে দেশজুড়ে আন্দোলন শুরু করবে তৃণমূল কংগ্রেস (TMC)। ৩ ডিসেম্বর টুইট করে কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। পড়ুন: Majherhat Bridge Inauguration: আজ মাঝেরহাট ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন টুইটে লেখেন, "কৃষকদের জন্য আমি ভীষণই চিন্তিত। কৃষক আন্দোলন নিয়ে খুব উদ্বিগ্ন আমি। নতুন এই কৃষি আইন দ্রুত প্রত্যাহার করুক কেন্দ্র। প্রথম থেকেই আমরা এই আইনের বিরোধিতা করছি, পরিস্থিতি না বদলালে আমরা পথে নামব।" এদিন কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রসঙ্গত,এই আইন নিয়ে সমাধান সূত্র বার করার জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকার প্রস্তাব দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছে বামফ্রন্ট এবং কংগ্রেস।
এদিকে দিল্লির রাজপথে চলছেই কৃষকদের আন্দোলন, তীব্র ঠান্ডায় প্রতিকূল পরিস্থিতিতেও তাঁরা নিজেদের দাবি থেকে অনড়। কৃষি আইন নিয়ে কৃষকদের বিক্ষোভ ৩ ডিসেম্বর অষ্টম দিনে পড়েছে। হরিয়ানা, পঞ্জাব রাজ্যের কৃষকেরা মূলত এই নয়া আইনের বিরুদ্ধে প্রথম থেকেই সরব হয়েছেন। এরপর দলে দলে অন্যান্য রাজ্যের কৃষকেরাও এই আন্দোলন সমর্থনে এগিয়ে এসেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্পষ্ট করেছেন আইন নিয়ে কেন্দ্রের অবস্থান; অমিত শাহ, নরেন্দ্র তোমর এবং পীযূশ গোয়েলের সঙ্গে কৃষকদের বৈঠকও ব্যর্থ হয়।