Mamata Banerjee: দুর্যোগে আকাশপথ বাতিল করে উত্তরবঙ্গ সফরে ট্রেনেই যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়
সাইক্লোন জাওয়াদ (Cyclone Jawad)-এর জেরে নিম্নচাপ চলছে। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। এমতবস্থায় দুর্যোগের কারণে উত্তরবঙ্গ (North Bengal) সফরের জন্য আকাশপথ বাতিল করে
কলকাতা, ৫ ডিসেম্বর: সাইক্লোন জাওয়াদ (Cyclone Jawad)-এর জেরে নিম্নচাপ চলছে। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। এমতবস্থায় দুর্যোগের কারণে উত্তরবঙ্গ (North Bengal) সফরের জন্য আকাশপথ বাতিল করে আগামিকাল অর্থাৎ সোমবার হাওড়া স্টেশন (Howrah Station) থেকে ট্রেনেই মালদা পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। রবিবার নবান্ন থেকে এ খবরই জানানো হয়েছে। এই সফরে মুখ্যমন্ত্রী উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট পাঁচটি জেলার প্রশাসনিক বৈঠক করবেন।
নবান্ন সূত্রে খবর, সোমবার দুপুরে শতাব্দী এক্সপ্রেসে চেপে মালদহ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় মালদহ পৌঁছে সেখানেই থাকবেন তিনি। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী কনভয় নিয়ে যাবেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে। সেখানেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠক শেষ করে মঙ্গলবারই মালদহ ফিরে আসবেন। পরদিন বুধবার সকালে মালদহ জেলার প্রশাসনিক বৈঠক। সেই বৈঠক শেষ করে সড়কপথে মুখ্যমন্ত্রী যাবেন মুর্শিদাবাদ। ওই দিনই বিকেলে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে। পরদিন মুর্শিদাবাদ থেকে আসবেন নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে। বৃহস্পতিবার কৃষ্ণনগরেই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক। ওই দিনই কলকাতায় ফিরে আসবেন তিনি। আরও পড়ুন: একদিনের সফরে নেপাল যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই জেলায় জেলায় প্রশাসনিক সভায় যোগদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকেন রাজ্যে পদস্থ আধিকারিকরা।
তৃণমূলের দাবি, রাজ্য প্রশাসনকে জেলার মানুষের দোরগোড়ায় পৌঁছতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ। পালটা বিরোধীদের দাবি, প্রশাসনিক সভার নামে সরকারি খরচে রাজনৈতিক সভার আয়োজন করে তৃণমূল সরকার। সেই সভায় ডাক পান না বিরোধী দলের কোনও জনপ্রতিনিধি। শুধুমাত্র সরকারি আধিকারিক ও তৃণমূলের জনপ্রতিনিধিদের দিয়ে সভার আয়োজন হয়। ফলে ওই সভার বিশেষ গুরুত্ব নেই।