Madan Mitra: 'আপনাদের মতো পাগল ছাগলদের উত্তর দেব কেন?' সমালোচকদের কটাক্ষ মদন মিত্রর

বৃহস্পতিবার নিজের সোশ্যাল হ্য়ান্ডেলে একটি ফেসবুক লাইভ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ সেখানে তাঁর সমালোচকদের কার্যত একহাত নেন তৃণমূল কংগ্রেস নেতা৷ তিনি বলেন, তাঁর নতুন মিউজিক অ্যালবাম যাঁদের ভাল লাগবে না, তাঁরা দেখবেন না৷

Madan Mitra (Photo Credit: Madan Mitra/Facebook)

কলকাতা, ২৩ সেপ্টেম্বর: ''ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্টবেঙ্গল টু দেশের মাটি, ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া...৷'' 'এটি র‌্যাপ না অন্যকিছু, সেটা নচিকেতা, কবীর সুমনদের জিজ্ঞাসা করুন৷ আপনাদের মতো পাগলছাগলদের উত্তর দেব কেন?' তাঁর নয়া মিউজিক অ্যালবাম নিয়ে যাঁরা সমালোচনা করছেন, তাঁদের এভাবেই কটাক্ষ করলেন মদন মিত্র (Madan Mitra)৷

বৃহস্পতিবার নিজের সোশ্যাল হ্য়ান্ডেলে একটি ফেসবুক (Facebook) লাইভ করেন কামারহাটির  (Kamarhati) বিধায়ক মদন মিত্র৷ সেখানে তাঁর সমালোচকদের কার্যত একহাত নেন তৃণমূল কংগ্রেস নেতা৷ তিনি বলেন, তাঁর নতুন মিউজিক অ্যালবাম যাঁদের ভাল লাগবে না, তাঁরা দেখবেন না৷  পাশাপাশি কিছু করতে না পারলে, আঙুর ফল টকই হয় বলে কটাক্ষ করেন তিনি৷

আরও পড়ুন: Kolkata Rain: নিউটাউনের রাস্তায় এক হাঁটু জল, পটাপট ১৫ কেজির কাতলা মাছ ধরলেন তরুণী

দেখুন  কী বললেন মদন মিত্র...

মদন মিত্রের নতু অ্যালবাম দেখে নিন...

পাশাপাশি, এবারের পুজোতে তাঁর মিউজিক অ্যালবাম ট্রেন্ডিংয়ে থাকবে বলেও আত্মবিশ্বাসী দেখা যায় মদন মিত্রকে৷ তিনি পরের মিউজিক অ্যালবামের জন্য কমপক্ষে এক থেকে দেড় লক্ষ অনুরোধ পেয়েছেন বলেও জানান মদন মিত্র৷ সেই সঙ্গে যাঁদের এই ভিডিয়ো ভাল লাগবে না, তাঁরা যেন এড়িয়ে যান বলেও জানান কামারহাটির বিধায়ক৷