Suvendu Adhikari On Ration Scam: 'মুখ্যমন্ত্রীর নির্দেশেই ভুয়ো অ্যাকাউন্ট খুলে কেন্দ্র থেকে টাকা নেওয়া হয়েছে', ভিডিয়োতে দেখুন রেশন দুর্নীতি নিয়ে কী বললেন শুভেন্দু!

মুখ্যমন্ত্রীর নির্দেশেই সবকিছু হয়েছে বলে শুক্রবার সন্ধ্যায় রেশন দুর্নীতির মামলা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Photo Credits: ANI & FB

কলকাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশেই সবকিছু হয়েছে বলে শুক্রবার সন্ধ্যায় রেশন দুর্নীতির (WB Ration Scam) মামলা (Case) নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (LoP West Bengal Suvendu Adhikari)।

রেশন দুর্নীতির মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি হেফাজতে (Jyoti Priya Mallick's ED Custody) প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "এটা খুব বড় একটা দুর্নীতি (big scam)। এখানে পিডিএস রেশন সরবরাহের পদ্ধতি (PDS ration distribution) ও ধান সংগ্রহে অনিয়ম (Irregularities) হয়েছে। এতে শুধু রাইস মিল মালিকরা জড়িত নয়, আমলারাও জড়িত এবং এটি মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটেছে। রাইস মিল মালিকরা জাল অ্যাকাউন্ট খুলে কেন্দ্র থেকে টাকা নিচ্ছেন।" আরও পড়ুন: Jyotipriya Mallick In ED Custody: রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজত

দেখুন ভিডিয়ো: