Loksabha Election 2024: 'বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের আপনার জমি দিয়ে বসিয়েছে তৃণমূল', আক্রমণ মোদীর
মোদী বলেন, তৃণমূল কংগ্রেস বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের আপনার জমি দিয়ে এই রাজ্যে বসিয়েছে। সেই সঙ্গে কংগ্রেস এই ভোটব্যাঙ্কে আপনার সম্পদ দেওয়ার কথা বলছে। কংগ্রেসের লুট চলবে 'জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি' বলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কলকাতা, ২৬ এপ্রিল: লোকসভা নির্বাচনের (Loksabha Election) দ্বিতীয় দফার ভোট যখন চলছে, সেই সময় শুক্রবার মালদায় জনসভায় হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মালদার জনসভায় হাজির হয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আপনাদের ভালবাসা আমি মাথায় করে রাখলাম' (আপকা প্রেম মেরে সর আঁখো পর)।
শুনুন কী বললেন মোদী...
মালদার জনসভা থেকে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকে একসঙ্গে কটাক্ষ করেন মোদী। তিনি বলেন, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মতাদর্শ এক। এই দুই দলই তুষ্টিকরণের রাজনীতি করে বলে কটাক্ষ করেন মোদী। পাশাপাশি তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের আপনার জমি দিয়ে এই রাজ্যে বসিয়েছে। সেই সঙ্গে কংগ্রেস এই ভোটব্যাঙ্কে আপনার সম্পদ দেওয়ার কথা বলছে। কংগ্রেসের লুট চলবে 'জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি' বলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: Loksabha Election 2024: 'কংগ্রেসের ইস্তাহারে মুসলিম লিগের ছাপ', আক্রমণ নরেন্দ্র মোদীর
শুনুন মোদীর কথা...