Kolkata Containment Zone List: রাজ্যের কনটেনমেন্ট জোনে বাড়ল লকডাউন, দেখুন কলকাতার তালিকা

রাজ্যের সব কনটেনমেন্ট জোনে (Containment Zone) ফের লকডাউন (Lockdown) জারি হল। বৃহস্পতিবার, ৯ জুলাই থেকে সব কনটেনমেন্ট জোনে লকডাউন। ৯ জুলাই বিকেল ৫টা থেকে কনটেনমেন্ট জোনে লকডাউন কার্যকর হবে। তবে শুধু কনটেনমেন্ট জোনে। কনটেনমেন্ট জোনে বন্ধ থাকবে সব সরকারি অফিস। কনটেনমেন্ট জোনে চলবে না কোনও যানবাহনও। বন্ধ থাকবে সমস্ত দোকান। জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বন্ধ থাকবে দোকান। দেখুন কলকাতার নতুন কনটেনমেন্ট জোনের তালিকা

লকডাউন (Photo Credits: PTI)

কলকাতা, ৭ জুলাই: রাজ্যের সব কনটেনমেন্ট জোনে (Containment Zone) ফের লকডাউন (Lockdown) জারি হল। বৃহস্পতিবার, ৯ জুলাই থেকে সব কনটেনমেন্ট জোনে লকডাউন। ৯ জুলাই বিকেল ৫টা থেকে কনটেনমেন্ট জোনে লকডাউন কার্যকর হবে। তবে শুধু কনটেনমেন্ট জোনে। কনটেনমেন্ট জোনে বন্ধ থাকবে সব সরকারি অফিস। কনটেনমেন্ট জোনে চলবে না কোনও যানবাহনও। বন্ধ থাকবে সমস্ত দোকান। জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বন্ধ থাকবে দোকান।

দেখুন কলকাতার নতুন কনটেনমেন্ট জোনের তালিকা-

আরও পড়ুন, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাজ্যের সব কনটেনমেন্ট জোনে ফের লকডাউনের ঘোষণা নবান্নের

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। দুই জেলাতেই আট জন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মৃত ২১ জনের মধ্যে ১৯ জনই দক্ষিণ বঙ্গের। উত্তরবঙ্গের মাত্র দু’জনের মৃত্যু হয়েছে। রবিবারের বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় হুগলিতে আক্রান্ত হয়েছেন ৬২ জন। দুই বর্ধমানে সংক্রমিতের সংখ্যা চার। পূর্ব বর্ধমানে তিন জন এবং পশ্চিম বর্ধমানে এক জনের কোভিড ধরা পড়েছে গত ২৪ ঘণ্টায়।