Kolkata: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশের এক কর্মীর

করোনা (Covid-19) আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের (Kolkata Police) এক কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম অভিজ্ঞান মুখার্জি (Abhigyan Mukherjee)। তিনি ট্র্যাফিক পুলিশে ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। আজ সকালে আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কলকাতা পুলিশ।

অভিজ্ঞান মুখার্জি (Photo: Twitter)

কলকাতা, ২৪ জুলাই: করোনা (Covid-19) আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের (Kolkata Police) এক কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম অভিজ্ঞান মুখার্জি (Abhigyan Mukherjee)। তিনি ট্র্যাফিক পুলিশে ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। আজ সকালে আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কলকাতা পুলিশ।

পুলিস সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই শরীর অসুস্থ ছিল তাঁর। পরে তাঁর করোনা ধরা পড়ে। বাড়িতেই ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে ফের শ্বাসকষ্ট শুরু হয় অভিজ্ঞানবাবুর। এরপর মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সঙ্কটজনক অবস্থায় গতকাল তাঁকে স্থানান্তরিত করা হয়ে আনন্দপুরের বেসরকারি হাসপাতলে। সেখানে আজ সকালে তাঁর মৃত্যু হয়। আরও পড়ুন: Amala Shankar Passed Away: প্রয়াত কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর, শোকাচ্ছন্ন পরিবার

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ৪৯,৩১০। মৃত্যু হয়েছে ৭৪০ জনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ লক্ষ ৮৭ হাজার ৯৪৫। এর মধ্যে চিকিৎসাধীন ৪ লক্ষ ৪০ হাজার ১৩৫। আর এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ হাজার ৬০১ জনের।



@endif