Kolkata: নজরে পৌরসভা ভোট, তৃণমূল ভবনে জেলা সভাপতিদের নিয়ে করবেন বৈঠক মমতা ব্যানার্জি

রাজ্যের একাধিক পৌরসভার ভোটকে (Municipal elections) পাখির চোখ করে বৈঠকে বসছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। সামনেই রাজ্যের একাধিক পৌরসভায় ভোট। একুশের বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনালের লড়াই। কী হবে দলের রণকৌশল? তা ঠিক করতেই আজ তৃণমূল ভবনে বৈঠক করবেন দলনেত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আজ বিকেলের বৈঠকে থাকবেন সব জেলা সভাপতিরা। আজই উত্তরবঙ্গ থেকে কলকাতা ফিরছেন মমতা ব্যানার্জি।

তৃণমূল কংগ্রেস (Picture Credits: Wikimedia Commons)

কলকাতা, ২৪ জানুয়ারি: রাজ্যের একাধিক পৌরসভার ভোটকে (Municipal elections) পাখির চোখ করে বৈঠকে বসছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। সামনেই রাজ্যের একাধিক পৌরসভায় ভোট। একুশের বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনালের লড়াই। কী হবে দলের রণকৌশল? তা ঠিক করতেই আজ তৃণমূল ভবনে বৈঠক করবেন দলনেত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আজ বিকেলের বৈঠকে থাকবেন সব জেলা সভাপতিরা। আজই উত্তরবঙ্গ থেকে কলকাতা ফিরছেন মমতা ব্যানার্জি।

চলতি বছরে কলকাতা পৌরনিগম (KMC), হাওড়ায় পৌরনিগমের (Howrah Municipal Corporation) ভোট রয়েছে। এছাড়া আরও ৯৩টি পৌরসভার ভোট রয়েছে। সময়সীমা পেরিয়ে গেলেও ভোট হয়নি এমন প্রায় ১৭টি পৌরসভার ভোটও রয়েছে। সব মিলিয়ে ২০২১ সালে রাজ্য বিধানসভা ভোটের আগে এ হল সেমি ফাইনাল। আরও পড়ুন: Netaji Subhas Chandra Bose Jayanti 2020: নেতাজি ধর্মনিরপেক্ষতার সওয়াল করতেন, এখন ধর্মনিরপেক্ষদের দেশত্যাগ করানোর চেষ্টা চলছে: মমতা ব্যানার্জি

জানা যাচ্ছে, পৌরসভা ধরে ধরে রিপোর্ট বানানো হয়েছে দলে। কোন ওয়ার্ডে দল এগিয়ে, কোথায় পিছিয়ে, কোথায় কাজ বাকি রয়ে গেছে, তার হিসেব দিতে হবে দলনেত্রীকে। এছাড়া গোটা রাজ্যে 'দিদিকে বলো' কর্মসূচিতে কোন জনপ্রতিনিধি কেমন কাজ করেছেন তার ভিত্তিতে রিপোর্ট বানান হয়েছে। পাশাপাশি পরিষেবা পৌছে দেওয়ার ক্ষেত্রে পৌর প্রতিনিধিদের কার কী ভুমিকা ছিল, তার সব রিপোর্ট তৈরি। এমন পরিস্থিতিতে বছরের শুরুতেই দলীয় জেলা সভাপতিদের বিশেষ এই বৈঠকে দলনেত্রী কী বলবেন, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। শুক্রবারই উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের দাবি টিএমসি ভবনের এই বৈঠক থেকেই পৌরসভা ভোটের লড়াইয়ের রণকৌশল নিয়ে আলোচনা করতে পারেন