Kolkata Temperature WB Heatwave: তীব্র তাপপ্রবাহে জেলায় জেলায় জারি লাল সতর্কতা, কলকাতায় বাড়বে ভ্যাপসা গরম
রেকর্ড গরম থেকে এখনও স্বস্তি মেলার কোনও সুখবর নেই। বরং ভোগাবে আর্দ্রতা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস, আগামী চার-পাঁচদিন দক্ষিণবঙ্গের কোথাও দিনের তাপমাত্রা বিশেষ হেরফের হবে না।
কলকাতা, ২৯ এপ্রিল: রেকর্ড গরম থেকে এখনও স্বস্তি মেলার কোনও সুখবর নেই। বরং ভোগাবে আর্দ্রতা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস, আগামী চার-পাঁচদিন দক্ষিণবঙ্গের কোথাও দিনের তাপমাত্রা বিশেষ হেরফের হবে না। গরম একইরকম থাকলেও, 'ফিল লাইক'তাপমাত্রা বাড়ছে। কারণ সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০-৯০ শতাংশের কাছাকাছি থাকবে। এতে দমবন্ধকরা ভ্যাপসা গরম আরও বাড়ছে তা নিশ্চিত।
দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে জারি হয়েছে লাল সতর্কতা। দুই ২৪ পরগনাতেও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনায় জারি কমলা সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়াতেও রয়েছে একই রকম সতর্কতা।
দক্ষিণবঙ্গের গরমে পুড়ে যারা ভাবছেন উত্তরবঙ্গে স্বস্তি পাবেন, তাহলে সেটা ভুল হচ্ছে। কারণ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মত অপেক্ষাকৃত ঠান্ডা জেলাতেও এবার তীব্র গরম পড়েছে। মালদহ-র তাপমাত্রা তো দক্ষিণবঙ্গের কিছু জেলাকেও টেক্কা দিচ্ছে। দক্ষিণ দিনাজপুরে আবার মালদার মতই তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।
তবে এসব থেকে অনেকটা অন্যরকম পূর্বাভাস দার্জিলিং-কালিম্পিঙ-য়ে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে যখন চাতকপাখির মত এক ফোঁটা বৃষ্টির আশঙ্কায় তখন, হিমশৈল্যের এলাকায় কাল মঙ্গলবার থেকে দু দিন ধরে ভারী ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়িতেও হতে পারে বৃষ্টি, সঙ্গে ঝড়। তবে কলকাতায়? আপাতত নো চান্স। আলিপুর আবহাওয়া দফতরে এখন সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন, বৃষ্টি কবে? যার উত্তরে শুধু মাথা নাড়তে দেখা যাচ্ছে।