Kolkata Police: ১০ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করে বাড়ি ফেরালেন জোড়াসাঁকো থানার সাব ইন্সপেক্টর

কলেজ স্ট্রিটে বর্ণপরিচয় মার্কেটের এক নম্বর গেটের সামনে শতছিন্ন পোশাকে অচৈতন্য হয়ে পড়ে থাকতে দেখা যায় অজ্ঞাত এক ব্যক্তিকে। গত ২৯ অক্টোবর এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান জোড়াসাঁকো থানার ডিউটি অফিসার, সাব ইন্সপেক্টর তপন কুমার দাস। কলকাতা পুলিশ তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ঘটনার বিবরণ দিয়ে জানান, ডিউটি অফিসার, সাব ইন্সপেক্টর তপন কুমার দাস ওই ব্যক্তিকে দেখামাত্রই তাঁকে সুস্থ করে তোলা প্রয়োজন বলে মনে করেন। সেইমতো সবার আগে জল এবং খাবারের ব্যবস্থা করা হয়। দেওয়া হয় নতুন বস্ত্র, ব্যবস্থা করা হয় প্রয়োজনীয় মানসিক চিকিৎসারও।

লালবাজার (Picture Source: Kolkata Police Facebook)

কলেজ স্ট্রিটে বর্ণপরিচয় মার্কেটের এক নম্বর গেটের সামনে শতছিন্ন পোশাকে অচৈতন্য হয়ে পড়ে থাকতে দেখা যায় অজ্ঞাত এক ব্যক্তিকে। গত ২৯ অক্টোবর এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান জোড়াসাঁকো থানার ডিউটি অফিসার, সাব ইন্সপেক্টর তপন কুমার দাস। কলকাতা পুলিশ (Kolkata Police) তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ঘটনার বিবরণ দিয়ে জানান, ডিউটি অফিসার, সাব ইন্সপেক্টর তপন কুমার দাস ওই ব্যক্তিকে দেখামাত্রই তাঁকে সুস্থ করে তোলা প্রয়োজন বলে মনে করেন। সেইমতো সবার আগে জল এবং খাবারের ব্যবস্থা করা হয়। দেওয়া হয় নতুন বস্ত্র, ব্যবস্থা করা হয় প্রয়োজনীয় মানসিক চিকিৎসারও।

প্রায় দু'দিন কেটে যাওয়ার পর জানা যায় যুবকের নাম অজিত সর্দার, বয়স ৩২ বছর। বাড়ি উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার অন্তর্গত একটি গ্রামে। অজিতবাবুর ভাইয়ের সঙ্গে সন্দেশখালি থানার ওসির মাধ্যমে যোগাযোগ করে জোড়াসাঁকো থানার পুলিশ। সেদিনই সন্ধ্যাবেলা জোড়াসাঁকো থানায় উপস্থিত হন অজিতবাবুর ভাই দিলীপ সর্দার। ভাইকে শনাক্ত করে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। আরও পড়ুন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোট দিন, বিহারে দ্বিতীয় দফার নির্বাচনে দেশবাসীকে আহ্বান নমোর

কলকাতা পুলিশ জানায় এই যুবক আজ থেকে প্রায় ১০ বছর আগে পারিবারিক বিবাদের সূত্রে ঘরছাড়া হন। সেই থেকে নিখোঁজ ছিলেন তিনি। মানসিক অবসাদে আক্রান্ত অবস্থায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন উদভ্রান্তের মতো, ঠিকানা বলতে ছিল রাস্তা অথবা ফুটপাথ। এক দশকের সেই ভবঘুরে জীবনের অবসান ঘটালেন জোড়াসাঁকো থানার অফিসার তপন কুমার দাস।



@endif