Amit Shah's Rally At Shaheed Minar: মিলল কলকাতা পুলিশের অনুমতি, শহিদ মিনারেই সভা করবেন অমিত শাহ
শহিদ মিনারে (Shaheed Minar) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সভা ঘির জটিলতা কাটল। ১ মার্চ অমিত শাহের সভার অনুমতি দিল কলকতা পুলিশ (Kolkata Police)। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, তবে পরীক্ষা চলাকালীন যে নিয়ম আছে তা মানতে হবে বলে জানিয়ে দিয়েছে লালবাজার। পাশাপাশি স্পষ্ট নির্দেশ, বসত এলাকায় কোনও সভা করা যাবে না। শহিদ মিনারে অমিত শাহর সভার অনুমতি মিলতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি (BJP)। মাঠের জন্য সেনার কাছে টাকা জমা দিচ্ছে। দমকল ও ইলেক্ট্রিকেরও অনুমোদন নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: শহিদ মিনারে (Shaheed Minar) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সভা ঘির জটিলতা কাটল। ১ মার্চ অমিত শাহের সভার অনুমতি দিল কলকতা পুলিশ (Kolkata Police)। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, তবে পরীক্ষা চলাকালীন যে নিয়ম আছে তা মানতে হবে বলে জানিয়ে দিয়েছে লালবাজার। পাশাপাশি স্পষ্ট নির্দেশ, বসত এলাকায় কোনও সভা করা যাবে না। শহিদ মিনারে অমিত শাহর সভার অনুমতি মিলতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি (BJP)। মাঠের জন্য সেনার কাছে টাকা জমা দিচ্ছে। দমকল ও ইলেক্ট্রিকেরও অনুমোদন নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে।
বিজেপির অভিযোগ, প্রথমে পরীক্ষা চলাকালীন সভার অনুমতি দিতে টালবাহানা করছিল লালবাজার। তাদের দাবি ছিল, মুখ্যমন্ত্রীও তো ভাষা দিবসে দেশপ্রিয় পার্কে মাইক বাজিয়ে সভা করেছেন। ২০১৪ সালে রাহুল গান্ধি পরীক্ষা চলাকালীন পার্ক সার্কাসে সভা করতে চেয়েছিলেন। তখন পুলিশ নন-রেসিডেন্সিয়াল এলাকা শহিদ মিনারে সেই সভার অনুমতি দেয়। এগুলিকে তুলে ধরে রাজ্য বিজেপি নেতৃত্ব। এরপরই সন্ধ্যায় লালবাজার থেকে শহিদ মিনারে সভার অনুমতি মেলে। আরও পড়ুন: Success Of Didike Bolo: ‘দিদিকে বলো’তে ফোন করতেই চাকরি পেলেন শিলিগুড়ির শুভঙ্কর সরকার!
যদিও অনুমতি না পেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অবশেষে সভাস্থান ঘিরে জট কাটল। ১ মার্চ শহিদ মিনারেই হবে অমিত শাহের সভা।