Water Tank Collapses In Salt Lake: সল্টলেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক
বাঁকুড়ার সারেঙ্গার পর সল্টলেক (Salt Lake)। ভেঙে পড়ল ওভারহেড জলের ট্যাঙ্ক (water tank)। বৃহস্পতিবার সকালে সল্টলেকের কেন্দ্রীয় সরকারের আবাসন কমপ্লেক্সের (central government housing complex) একটি ওভারহেড জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। এরপরই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ৮ টার দিকে সিসি ব্লকের আবাসন কমপ্লেক্সে ঘটে দুর্ঘটনাটি। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি।
সল্টলেক, ১২ মার্চ: বাঁকুড়ার সারেঙ্গার পর সল্টলেক (Salt Lake)। ভেঙে পড়ল ওভারহেড জলের ট্যাঙ্ক (water tank)। বৃহস্পতিবার সকালে সল্টলেকের কেন্দ্রীয় সরকারের আবাসন কমপ্লেক্সের (central government housing complex) একটি ওভারহেড জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। এরপরই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ৮ টার দিকে সিসি ব্লকের আবাসন কমপ্লেক্সে ঘটে দুর্ঘটনাটি। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি।
কমপ্লেক্সের বাসিন্দাদের অভিযোগ, ৩০,০০০ লিটারেরও বেশি ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কটি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়নি। গত ১০-১৫ বছর ধরে কোনও রক্ষণাবেক্ষণ হয় না সিসি ব্লকের ওই পানীয় জলের ট্যাঙ্কের। প্রশাসনিক চরম ঔদাসীন্যকেই দায়ী করেছেন এলাকাবাসীরা। তাদের আরও অভিযোগ, পানীয় জলের ওই ট্যাঙ্ক ভেঙে প্রাণহানির আশঙ্কাও ছিল। কিন্তু এযাত্রায় সেই চরম বিপদ থেকে বেঁচে গিয়েছেন তাঁরা। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ করা হয়নি বলেই ভেঙে পড়েছে ওই জলের ট্যাঙ্কটি। একজন বাসিন্দা বলেন, "আমরা সকলেই কম্পন অনুভব করেছি এবং বিকট শব্দ শুনে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসি। আমরা ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে, তবে আমরা এসে দেখতে পেলাম যে ট্যাঙ্ককটি ভেঙে পড়েছে।" তাঁর আরও অভিয়োগ, "কমপ্লেক্সে আরও একটি জলাধার থাকলেও তা সকল বাসিন্দার পক্ষে পর্যাপ্ত নয়।" আরও পড়ুন: West Bengal Weather Update: আজ থেকে আকাশ কালো করে নামবে বৃষ্টি, আগামী দুদিন দক্ষিণবঙ্গে ঘোর দুর্যোগ
মাস খানেক আগে বাঁকুড়ার সারেঙ্গাতেও একই ঘটনা ঘটেছিল। তৈরির তিন বছরের মধ্যে জনস্বাস্থ্য কারিগরী দফতরের ট্যাঙ্ক ভেঙে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সারেঙ্গায় জলের ট্যাঙ্ক কলকাতার যে সংস্থা তৈরি করে তারা জঙ্গলমহলে আরও ১৬টি জলের ট্যাঙ্ক তৈরি করেছে।