Manoj Verma: পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মনোজ কুমার ভর্মা, কঠিন চ্যালেঞ্জ বিনীত গোয়েলের উত্তরসূরির
আরজি কর কাণ্ডে শেষ অবধি সরে যেতে হয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-কে। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররদের দাবি মেনে বিনীত গোয়েল অপসারিত হন।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর: বিনীত গোয়েলের (Vineet Goyal) ছেড়ে যাওয়া কলকাতার পুলিশ কমিশনারের (Kolkata's New Police Commissioner) পদে বসলেন মনোজ কুমার ভর্মা (Manoj Kumar Verma)। আরজি কর কাণ্ডে শেষ অবধি সরে যেতে হয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-কে। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররদের দাবি মেনে বিনীত গোয়েল অপসারিত হন। তাঁর পরিবর্তে এদিন বিকেলে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে এসে সরকারীভাবে শহরের পুলিশের দায়িত্ব নিলেন মনোজ কুমার ভার্মা (Manoj Kumar Verma)।
রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভর্মা কঠিন সময়ে কলকাতার পুলিশ কমিশনার হলেন। একটা সময় জঙ্গল মাওবাদী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া মনোজ ভর্মাই এখন কলকাতার নগরপাল।
কলকাতার পুলিশ কমিশনার হিসাবে আজ কার্যভার গ্রহণ করলেন মনোজ কুমার ভর্মা
একটা সময় জঙ্গলমহলের ত্রাস হয়ে ওঠা মাওবাদী নেতা কিষেণজির এনকাউন্টারের সময়ও কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের দায়িত্ব সামলেছেন মনোজ ভর্মা৷ পাশাপাশি বারাকপুর থেকে রাজ্যের বিভিন্ন অশান্ত অঞ্চলে গিয়ে দক্ষতার সঙ্গে কাজ করে নবান্ন-র প্রশাংসা পান মনোজ ভর্মা। পুজোর মুখে শহরের আইনশৃঙ্খলার দায়িত্বে এসে মনোজ ভর্মার কাজটা বেশ কঠিন হবে। কারণ এখনও আরজি কর আন্দোলনে কিছু কিছু অংশে অশান্ত শহর। রাতের শহরে এখনও রাস্তাজুড়ে আন্দোলন চলছে। তার ওপর আবার সামনেই দুর্গাপুজো। এদিকে, আরজি কর তদন্তে এগিয়ে চলেছে সিবিআই।
সব মিলিয়ে বিনীত গোয়েলের ফেলে আসা চেয়ারে বসে প্রথম থেকেই দক্ষতা দেখাতে হবে মনোজ ভর্মা-কে। আরও পড়ুন-কলকাতা পুলিশের নয়া কমিশনার মনোজ কুমার ভর্মা
দেখুন দায়িত্ব নিতে লালবাজারে এলেন নতুন পুলিশ কমিশনার মনোজ কুমার ভর্মা
পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্সের (STF) এডিজি পদেও বদলি করা হয়েছে। ওই পদে ছিলেন ত্রিপুরারি অথর্ব। তাঁকে ডিরেক্টরেট অফ ইকোনমিক্স অফেন্সের ডিরেক্টর করা হয়েছে।
এতদিন ডিরেক্টরেট অফ ইকোনমিক্স অফেন্সের ডিরেক্টরের পদে থাকা জ্ঞানবন্ত সিংহকে রাজ্যের নতুন এডিজি আইবি করা হয়েছে। রাজ্যের নতুন এডিজি (আইনশৃঙ্খলা) হচ্ছেন জাভেদ শামিম। তিনি এতদিন পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ (আইবি)-এর এডিজি পদে ছিলেন। এডিজি (আইনশৃঙ্খলা) পদে থাকা মনোজ ভর্মাকে সোজা কলকাতা পুলিশ কমিশনারের পদে বসানো হয়েছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)