Kolkata Metro: যাত্রী বেড়েছে, সঙ্গে বিজ্ঞাপন আসা শুরু হওয়ায় খুশি মেট্রো কর্তৃপক্ষ

করোনা পরিস্থিতি ধীরে ধীরে সমস্ত কোভিড বিধি (Corona Restrictions) অবলম্বন করে মেট্রো (Kolkata Metro) চলাচল শুরু হয়েছিল। প্রথমে স্মার্ট কার্ড (Smart Card) থাকলে তবেই মেট্রো সফর করা যেত।

Kolkata Metro (Photo Credits: IANS)

কলকাতা, ২৮ ডিসেম্বর: করোনা পরিস্থিতি ধীরে ধীরে সমস্ত কোভিড বিধি (Corona Restrictions) অবলম্বন করে মেট্রো (Kolkata Metro) চলাচল শুরু হয়েছিল। প্রথমে স্মার্ট কার্ড (Smart Card) থাকলে তবেই মেট্রো সফর করা যেত। কিন্তু কিছুদিন আগেই টোকেন পরিষেবা চালু করে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আর তারপরই দ্রুত বাড়ছে যাত্রী সংখ্যা। তবে আগের রেকর্ড ছুঁতে না পারলেও যাত্রী সংখ্যা প্রতিদিন যেভাবে বাড়ছে তাতে খুশি তারা। গত শনিবার, বড়দিনের সন্ধ্যায় মেট্রোয় দু’লক্ষেরও বেশি যাত্রী টোকেন ব্যবহার করে সফর করেছেন। গত সপ্তাহের সোমবার প্রায় এক লক্ষ যাত্রী টোকেন কিনে মেট্রোয় উঠেছিলেন।

যাত্রী বাড়ার পাশাপাশি আরও একটি লাভ হচ্ছে কলকাতা মেট্রোর। মেট্রোর মেধা সিরিজ়ের নতুন এসি রেক প্রায় তিন বছর ধরে ছুটতে শুরু করলেও এত দিন ওই সব রেকে বিজ্ঞাপন দেওয়ার মতো সংস্থা খুঁজে পাওয়া যায়নি। এমনকি, অতিমারি-পর্বে দীর্ঘ সময় মেট্রো এবং অন্যান্য গণপরিবহণ বন্ধ থাকায় ওই খাতে মেট্রোর নিয়মিত আয়ও ধাক্কা খেয়েছে। কিন্তু সম্প্রতি যাত্রী বাড়তে শুরু করায় ফের এ নিয়ে আগ্রহ বেড়েছে। মেট্রোর ন’টি পুরনো এসি রেক এবং দু’টি মেধা সিরিজের রেকের ব্র্যান্ডিং কয়েক মাস আগেই হয়েছিল। চলতি মাসে আরও পাঁচটি নতুন এসি রেকের ব্র্যান্ডিংয়ের প্রস্তাব পেয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। আরও পড়ুন: পুরভোটে প্রার্থী হচ্ছেন অশোক ভট্টাচার্য, কথা রাখলেন বুদ্ধদেব ভট্টাচার্যের 

প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে গত বছর ২৩ মার্চ বন্ধ হয়ে যায় মেট্রো। ওই বছরই ১৪ সেপ্টেম্বর ফের চালু হয় পরিষেবা। কিন্তু তখন শুধু স্মার্ট কার্ড ও QR কোডের সাহায্যে মেট্রোয় ওঠা যেত। বন্ধ ছিল টোকেন। পরে QR কোড ব্যবস্থা তুলে দেওয়া হয়। চালু থাকে শুধু স্মার্ট কার্ড। এরপর কিছুদিন আগে থেকে টোকেনও চালু করে দেওয়া হয় কলকাতা মেট্রোয়।



@endif