Kolkata Fire: কাকভোরে বিধ্বংসী আগুনের গ্রাসে সল্টলেক বহুতল, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

কাকভোরেই বিধ্বংসী আগুনের গ্রাসের সল্টলেক সেক্টর ফাইভের (Salt lake Sector Five) একটি বহুতল। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে জানা গিয়েছে বহুতলের বেশিরভাগ অ্যাপার্টমেন্টই দাহ্যবস্তুতে ঠাসা থাকায় আগুন এত বিরাটাকারে ছড়িয়েছে। বহুতলের ভিতরে এমন জায়গায় আগুন লেগেছে যা নিয়ন্ত্রণে আনতে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দমকল কর্মীদের।

আগুনের প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কলকাতা, ১৬ ডিসেম্বর: কাকভোরেই বিধ্বংসী আগুনের গ্রাসের সল্টলেক সেক্টর ফাইভের (Salt lake Sector Five) একটি বহুতল। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে জানা গিয়েছে বহুতলের বেশিরভাগ অ্যাপার্টমেন্টই দাহ্যবস্তুতে ঠাসা থাকায় আগুন এত বিরাটাকারে ছড়িয়েছে। বহুতলের ভিতরে এমন জায়গায় আগুন লেগেছে যা নিয়ন্ত্রণে আনতে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দমকল কর্মীদের। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও আগুনের উৎসে পৌঁছাতে পারেনি দমকল।

প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শট সার্কিট থেকেই বহুতলটিতে আগুন লেগেছে।ওই বহুতলে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। তবে আদতে কী থেকে আগুন লেগেছে, আগুন নিয়ন্ত্রণে আসার পরই তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। কিন্তু ওই কল সেন্টারে আদৌ কোনও অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কি? থাকলে আদৌ তা কাজ করেছিল কি না, এসব খতিয়ে দেখা হচ্ছে বলেই সূত্রের খবর। সাতসকালে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক গ্রাস করেছে এলাকার বাসিন্দাদের। আরও পড়ুন-Jamia Millia Islamia University Violence: জামিয়ার পাশে দেশের ছাত্রদল রবিবার রাতেই পথে নামল জেএনইউ, সতীর্থের সমর্থনে পাটনা, হায়দরাবাদ, কলকাতার ছাত্ররা

জানা গিয়েছে, ওই বহুতলে একটি সফটওয়্যার কোম্পানির অফিস রয়েছে। আর যেখানে আগুন লেগেছে, সেটি একটি কল সেন্টার। প্রাথমিক তদন্তে অনুমান, লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী সুজিত বসু।