Same Sex Marriage: কলকাতায় সমকামী বিয়ে, মন্ত্র পড়ে, মালাবদল সেরে বন্ধুর সঙ্গে সাতপাক নামী পোশাকশিল্পীর

অভিষেক রায় এবং চৈতন্য শর্মার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই, তা নিয়ে চর্চা শুরু হয়ে যায়। তবে এই সমপ্রেমী বিয়ের ফলে বহু মানুষ মনের জোর পাবেন, নতুন করে পছন্দের সঙ্গীকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখবেন বলে মনে করছেন অনেকে।

Same Sex Wedding In Kolkata (Photo Credit: Facebook)

কলকাতা, ৪ জুলাই:  বন্ধু চৈতন্য শর্মাকে বিয়ে করলেন কলকাতার ডিজাইনার অভিষেক রায় (Abhishek Ray)। মন্ত্র পড়ে, মালাবদল সেরে বিয়ের পিঁড়িতে বসেন পোশাকশিল্পী অভিষেক রায় এবং তাঁর বিশেষ বন্ধু চৈতন্য শর্মা। কলকাতার একটি পাঁচতারা হোটেলে বসে বিয়ের আসর। পুরোহিত মন্ত্র পড়িয়ে, মালা বদল সেরে বিয়ে সারেন পোশাকশিল্পী অভিষেক রায়।

অভিষেক রায় এবং চৈতন্য শর্মার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media)  প্রকাশ পেতেই, তা নিয়ে চর্চা শুরু হয়ে যায়। তবে এই সমপ্রেমী বিয়ের ফলে বহু মানুষ মনের জোর পাবেন, নতুন করে পছন্দের সঙ্গীকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখবেন বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন:  Kaali Movie: 'কালী'-র মুখে 'সিগারেট', পোস্টার প্রকাশ্যে আসতেই পরিচালকের গ্রেফতারির দাবি নেটিজেনদের

কলকাতার পোশাক শ্লিপী অভিষেক রায়ের বিয়েতে হাজির হন তনুশ্রী শঙ্কর, শ্রীনন্দা শঙ্কর থেকে অনিরুদ্ধ চাকলাদারের মত বিশিষ্টরা। সবকিছু মিলিয়ে কলকাতায় এই সমপ্রেমী যুগলের বিয়ে বহু মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে বলে মনে করছে বিভিন্ন মহল।