R G Kar Case: পাঁচ দফা দাবি না মানলে কাজে ফিরবেন না, সিদ্ধান্তে অনড় জুনিয়র চিকিৎসকেরা
এদিন সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে দাবি করা হয় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। বিনা চিকিৎসায় রোগী মৃত্যু পর্যন্ত হয়েছে।
কলকাতাঃ বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট(Supreme Court)। পাশাপাশি কর্মক্ষেত্রে চিকিৎসকদের(Doctors) নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে রাজ্যকে(State)। কিন্তু জুনিয়র ডাক্তারদের(Junior Doctors) আরও কিছু দাবি রয়েছে। এক্ষেত্রে মোট পাঁচ দফা দাবির কথা উল্লেখ করে জুনিয়র ডাক্তাররা জানান এগুলি মানা হলেই তাঁরা ভেবে দেখবেন কর্মবিরতি তুলবেন কি না। সোমবার রাতে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানানো হয় জুনিয়র ডাক্তারদের তরফে। আজ, মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযান করবেন তাঁরা, এও জানানো হয়। সুপ্রিম কোর্টের কর্মবিরতি তুলে নেওয়ার নির্দেশের পর সোমবার জিবি মিটিং করেন জুনিয়র চিকিৎসকেরা। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোট পাঁচ দফা দাবির কথা জানানো হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে। সেগুলি হল, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, যথাযথ কারণ দেখিয়ে সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাসদের সাসপেন্ড, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির তদন্ত। এই সব দাবি মানা হলে তবেই কাজে যোগ দেওয়ার কথা ভেবে দেখা হবে বলে রাজ্যকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন জুনিয়র চিকিৎসকেরা। প্রসঙ্গত, এদিন সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে দাবি করা হয় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। বিনা চিকিৎসায় রোগী মৃত্যু পর্যন্ত হয়েছে। এই বিষয়ে জুনিয়র ডাক্তারদের দাবি রাজ্যে মোট ৭ হাজার জুনিয়র চিকিৎসক রয়েছে। আর রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা ৯৩ হাজার। তবে ৭ হাজার চিকিৎসকের জন্য কীভাবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে? প্রশ্ন ছুড়ে দেন জুনিয়র চিকিৎসকেরা।
সিদ্ধান্তে অনড় জুনিয়র চিকিৎসকেরা