WB Assembly Elections2021: ‘নন্দীগ্রামে খেলা শেষ, মমতা দিদি ভয় পেয়েছেন’; জেপি নাড্ডা

শুভেন্দু ভবানীপুরে লড়তে গেছেন, না মমতা নন্দীগ্রামে গেছেন! নিজের মন্ত্রিসভার প্রাক্তন সদস্যের সঙ্গে ভোটে লড়ছেন মমতা।

জেপি নাড্ডা(Photo Credits:ANI)

ধনেখালি, ৩১ মার্চ: রাত পোহালেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ধনেখালির সভা থেকে ফের পরিবর্তনের ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। এদিন তিনি বলেন, “এই নির্বাচন আসল পরিবর্তনের জন্য। প্রথম দফার তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করে ৮৯ শতাংশ মানুষ ভোট দিয়েছে।এর থেকেই বোঝা যায় মানুষ পরিবর্তন চায়।” একই সঙ্গে মমতাকেও আক্রমণ করতে ছাড়েননি নাড্ডা। বলেন, “শুভেন্দু ভবানীপুরে লড়তে গেছেন, না মমতা নন্দীগ্রামে গেছেন! নিজের মন্ত্রিসভার প্রাক্তন সদস্যের সঙ্গে ভোটে লড়ছেন মমতা। রাজ্যে একের পর এক পাটশিল্প বন্ধ হয়ে গেছে। মমতা ডানলপ খুলবেন বলেছিলেন, কিন্তু ১০ বছরেও খোলেনি।মমতা মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।মা-মাটি-মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিলেন মমতা।” আরও পড়ুন-Ashok Dinda Attack: বুধবার থেকে ওয়াই + ক্যাটেগরির নিরাপত্তায় অশোক দিন্দা

মমতাকে একহাত নেওয়ার পর ফের জেপি নাড্ডার গলায় শোনা যায় ইতিবাচক মন্তব্য। তিনি বলেন, “ভোট দিয়ে দুর্নীতিমুক্ত বাংলা গড়তে হবে, এই ভোট সোনার বাংলা গড়ার নির্বাচন।প্রথম দফায় ৮৯ শতাংশ ভোট পড়েছে তাতে স্পষ্ট বদলের সংকল্প নিয়ে ফেলেছে বাংলা। শান্তিপূর্ণ ভোট হয়েছে তাই মমতা ভয় পেয়েছেন, নির্বাচন কমিশনে গিয়েছে তৃণমূল।খেলা শেষ হয়েছে, খেলা শেষ, কমলে ছাপ, তৃণমূল সাফ।”