JP Nadda: 'হারান অধিকারীর ছেলে স্ত্রী কাঁদছেন, আপনার দল কী করছে?' মমতাকে তোপ নাড্ডার

আজ রাজ্যে পৌঁছেই সোনারপুরে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ি যান জেপি নাড্ডা। সেখানে নিহত কর্মীর মৃত্যুর পিছনে তৃণমূলকে দায়ী করে আক্রমণ করেন তিনি। নিহত হারান অধিকারীর পরিবারের ওপর জুলুম করা হয়, ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর আরও অভিযোগ, 'কাল সন্ধে ৮টায় বিজেপি কর্মীর স্ত্রী, সন্তানকে মারা হয়। হারান অধিকারীকে রাস্তায় টানতে টানতে এনে মেরে ফেলে তৃণমূলের গুন্ডারা।'

জেপি নাড্ডা

কলকাতা, ৪ মে: আজ রাজ্যে পৌঁছেই সোনারপুরে (Sonarpur) আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ি যান জেপি নাড্ডা (JP Nadda)। সেখানে নিহত কর্মীর মৃত্যুর পিছনে তৃণমূলকে (TMC) দায়ী করে আক্রমণ করেন তিনি। নিহত হারান অধিকারীর পরিবারের ওপর জুলুম করা হয়, ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর আরও অভিযোগ, 'কাল সন্ধে ৮টায় বিজেপি (BJP) কর্মীর স্ত্রী, সন্তানকে মারা হয়। হারান অধিকারীকে রাস্তায় টানতে টানতে এনে মেরে ফেলে তৃণমূলের গুন্ডারা।'

মমতা বন্দোপাধ্যায়ের নাম নিয়ে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনাকে তৃণমূলের গুন্ডারা ভুয়ো খবরের তকমা দিচ্ছে বলেও অভিযোগ তাঁর। জেপি নাড্ডার বক্তব্য অনুযায়ী,'মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়। এখানে সবথেকে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। বাংলায় ভোট-পরবর্তী হিংসা এটাই কি বাংলার সংস্কৃতি? মমতা বন্দোপাধ্যায় নয়, এবার বিজেপি বাংলার সংস্কৃতি তৈরি করবে।' আরও পড়ুন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে ফোন নরেন্দ্র মোদির

এদিকে পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনার।

এদিকে আজ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)রাজ্যপাল জগদীপ ধনখরকে (Jagdeep Dhankhar) ফোন করে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজ্যপাল সংবাদ সংস্থাকে একথা জানান। প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে রাজ্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার কথা জানান।