WB Assembly Elections 2021: এবার জামুড়িয়ায় সিপিএম প্রার্থী জেএনইউ-র ছাত্র আন্দোলনের নেত্রী ঐশী ঘোষ, টুইটে জানালেন সেকথা

সিপিআইএম প্রার্থী হয়ে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঐশী ঘোষ (Aishe Ghosh)। বৃহস্পতিবার নিজেই সেকথা জানালেন। এক টুইট বার্তায় এদিন ঐশী বলেন, জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন তিনি। জেএনইু-র বাম ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে ঐশী ঘোষ হলেন প্রথম যিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি লিখেছেন, “সংযুক্ত মোর্চার সমর্থনে সিপিআইএম প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছি জামুড়িয়া থেকে। সকলের সমর্থন প্রার্থনা করছি।”

ঐশী ঘোষ (Photo Credits: IANS)

জামুড়িয়া, ১১ মার্চ: সিপিআইএম প্রার্থী হয়ে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঐশী ঘোষ (Aishe Ghosh)। বৃহস্পতিবার নিজেই সেকথা জানালেন। এক টুইট বার্তায় এদিন ঐশী বলেন, জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন তিনি। জেএনইু-র বাম ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে ঐশী ঘোষ হলেন প্রথম যিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি লিখেছেন, “সংযুক্ত মোর্চার সমর্থনে সিপিআইএম প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছি জামুড়িয়া থেকে। সকলের সমর্থন প্রার্থনা করছি।” গত বছর জানুয়ারিতে জেএনইউ চত্বরে নৃশংস হামলার মুখে পড়েছিলেন বাম ছাত্র আন্দোলনের নেত্রী ঐশী ঘোষ। সেই হামলায় তিনি মাথায় গুরুতর আঘাতও পান।

উল্লেখ্য, বুধবার কংগ্রেস এবং আইএসএফের জন্য আসন ছেড়ে বাকি ৬ দফার ভোটের জন্য বাম প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সেই তালিকায় রয়েছেন জেএনইউ-এর ছাত্র আন্দোলনের নেত্রী ঐশী ঘোষ, দীপ্সিতা ধর, যুব নেতা সায়নদীপ মিত্র, দেবজ্যোতি দাস, ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য, প্রতীক-উর রহমান-সহ বহু তরুণ মুখ। তালিকায় রূপোলি চমক বলতে টালিগঞ্জ কেন্দ্রে অভিনেতা দেবদূত ঘোষ। দলের ‘হেভিওয়েট’ নেতাদের মধ্যে পলিটবুরো সদস্য মহম্মদ সেলিমকে প্রার্থী করা হয়েছে হুগলির চণ্ডীতলা থেকে। পরিষদীয় রাজনীতির চেনা মুখেদের মধ্যে সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্যেরাও আছেন। আরও পড়ুন-WB Assembly Elections 2021: নন্দীগ্রামের মানুষ ষড়যন্ত্র জানে না, মুখ্যমন্ত্রীর হামলার অভিযোগকে নস্যাৎ শিশির অধিকারীর

এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারীর সম্মুখ সমরে নন্দীগ্রাম এখন সব চেয়ে উত্তেজক রণাঙ্গন! বাম শরিক সিপিআইয়ের কাছ থেকে নিয়ে সেই আসনে এ বার লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম নিজেই। প্রথমে আইএসএফ আসনটি লড়তে চাইলেও পরে তারা মত বদলায় এবং সক্রিয় হয় সিপিএমও। দলের স্থানীয় স্তর থেকে দুই সম্ভাব্য প্রার্থীর নাম এলেও এ দিন রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে আলোচনার পরে ডিওয়াইএফআইয়ের রাজ্য সভানেত্রী মীনাক্ষীকে নন্দীগ্রামের জন্য বেছে নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট।