Jadugar Mandrake: মাঝ গঙ্গায় ভেসে উঠলেন জাদুকর ম্যানড্রেক, ডুবুরিরা তুলে আনলেন নিথর দেহ
ভেবেছিলেন ম্যাজিক দেখিয়ে তাক লাগিয়ে দেবেন সকলকে। সে বাসনা আর পূরণ হল না।
কলকাতা, ১৮ জুন, ২০১৯: ভেবেছিলেন ম্যাজিক দেখিয়ে তাক লাগিয়ে দেবেন সকলকে। সে বাসনা আর পূরণ হল না। মাঝ গঙ্গায় (Hoogly River)ভেসে উঠল জাদুকর ম্যানড্রেক(চঞ্চল লাহিড়ীর (Jadugar Mandrake) দেহ। দুর্ঘটনার ২৪ ঘণ্টা কাটার পরে, সোমবার বিকেলে গঙ্গার থেকে নিথর দেহটি তুলে আনলেন ডুবুরিরা। হাত দুটো খোলা থাকলেও, পায়ে শক্ত করে শিকল এবং দড়ি বাঁধা ছিল। সেকারণেই সাঁতরে উঠতে পারেননি জাদুকর। এমনই মনে করছেন তদন্তকারীরা।
রবিবার দুপুরে ম্যাজিক দেখাতে গিয়ে গঙ্গায় তলিয়ে যান শহরের ওই প্রৌঢ় জাদুকর, চঞ্চল লাহিড়ী। নিজেকে ‘ম্যানড্রেক’ বলে পরিচিতি দিতেন তিনি। রবিবার ম্যাজিক দেখাতে গিয়ে হাত-পা বেঁধে জলা নামার পরে অনেক ক্ষণ পরেও ওঠেননি তিনি। দিনভর চলে তল্লাশি।আরও পড়ুন, জাদু দেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি জাদুকর ম্যানড্রেকের
নর্থ পোর্ট থানার পুলিশ ও রিভার ট্র্যাফিক পুলিশের যৌথ উদ্যোগে চলে খোঁজ। সোমবারও দিনভর দফায় দফায় চলে সেই তল্লাশি। অবশেষে, সোমবার বিকেলে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে উদ্ধার হল জাদুকর চঞ্চল লাহিড়ীর দেহ।