Amit Shah In Kolkata: দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মধ্যে আতঙ্ক বাড়ানো এনএসজি-র কাজ: অমিত শাহ
"যারা আমাদের দেশকে ভাগ করার ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চিন্তা করছে বা করছে তাদের মধ্যে আতঙ্ক বাড়াতে হবে এনএসজি-কে। যদি তারা তখনও না থামে তবে এনএসজি-র সমুচিত জবাব দেওয়া উচিত।" রাজারহাটে এনএসজি (NSG)-র ২৯ স্পেশাল কম্পোজিট গ্রুপের ( 29 Special Composite Group) নতুন ভবনের উদ্বোধন কর বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। পুজো করে নারকেল ফাটিয়ে ভবনের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজারহাট, ১ মার্চ: "যারা আমাদের দেশকে ভাগ করার ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চিন্তা করছে বা করছে তাদের মধ্যে আতঙ্ক বাড়াতে হবে এনএসজি-কে। যদি তারা তখনও না থামে তবে এনএসজি-র সমুচিত জবাব দেওয়া উচিত।" রাজারহাটে এনএসজি (NSG)-র ২৯ স্পেশাল কম্পোজিট গ্রুপের ( 29 Special Composite Group) নতুন ভবনের উদ্বোধন কর বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। পুজো করে নারকেল ফাটিয়ে ভবনের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সকাল ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পর রাজারহাটে চলে যান। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "আমেরিকা ও ইজরায়েলের পর সন্ত্রাসবাদীদের নজরে ভারতও। সময়ের সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদীরা কৌশল বদল করেছে। দেশের সুরক্ষায় এনএসজি অভূতপূর্ব কাজ করছে।" অমিত শাহের দাবি, "নরেন্দ্র মোদির আমলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। এই সরকারের আমলে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে। জঙ্গি মোকাবিলায় এনএসজি বিশ্বের থেকে দু’কদম এগিয়ে। বিশ্বে দেশকে এগিয়ে রাখতে চায় বর্তমান সরকার।" আরও পড়ুন: Amit Shah In Kolkata: কলকাতায় অমিত শাহ, শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ বাম ও কংগ্রেসের
অমিত শাহের সফর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকরা। বিমানবন্দরের এক নম্বর গেট থেকে পার্ক সার্কাস, যাদবপুর-সহ বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। ঘটনাস্থানে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কলকাতার বিভিন্ন প্রান্তে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী প্রতিবাদ-বিক্ষোভের আশঙ্কা করছে পুলিশ-প্রশাসন। সিপিএম, কংগ্রেস, নকশাল-সহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন অমিতকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা করেছে। যাদবপুরের সন্তোষপুরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল করেন বামেরা। এ দিন সকালে সন্তোষপুর থেকে শুরু করে যাদবপুর পর্যন্ত চলে এই মিছিল। দেখানো হয় কালো পতাকাও। এয়ারপোর্টের ১ নম্বর গেটের কাছেও চলে বিক্ষোভ। দেখানো হয় কালো পতাকা। কৈখালি থেকে শ্যামবাজারেও বিক্ষোভ চলে।