Sovan Chatterjee: তৃণমূলে ফিরছেন শোভন চট্টোপাধ্যায়? প্রাক্তন মেয়রের নবান্নে হাজিরা উসকে দিল জল্পনা
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেও, ২১-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে প্রচারে অংশ নিতে দেখা যায়নি শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে।
কলকাতা, ২২ জুন: এবার তৃণমূল কংগ্রেসে ফিরছেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। বুধবার দুপুরে এমন জল্পনা উসকে দিল শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নবান্নে (Nabanna)হঠাৎ আগমণ। শোভন চট্টপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্য়ায় কী কারণে নবান্নে গিয়েছেন, সে বিষয়ে কাউকে মুখ খুলতে দেখা যায়নি। তবে বিজেপির (BJP) সঙ্গে সম্পর্ক শেষ করে ফের তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন কলকাতার প্রাক্তন মেয়র। এমন গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে কোনও তরফে এ বিষয়ে মুখে কুলুপ আঁটা হয়েছে।
প্রসঙ্গত তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে বিজেপিতে যোগ দিলেও, ২১-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে প্রচারে অংশ নিতে দেখা যায়নি শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে।
উলটে রাজনীতি থেকে বেশ খানিকটা সরে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে বার বার চর্চায় উঠে এসেছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়।