Kaali Poster Row: 'আমি ভুল নই', 'কালী' বিতর্কে স্পষ্ট জানালেন মহুয়া মৈত্র
মহুয়া মৈত্র বলেন, 'আমি নিজের বক্তব্য থেকে সরে আসছি না। কারণ আমি ভুল নই। পশ্চিমবঙ্গে কীভাবে কালী হবে, তা বলার বিজেপি কেউ নয়।'
কলকাতা, ৮ জুলাই: 'কালী' (Kaali) বিতর্কে জোর শোরগোল শুরু হয়েছে প্রায় গোটা দেশ জুড়ে। কালী নিয়ে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন, তাতে হিন্দুদের আরাধ্য দেবীকে অপমান করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। তবে গেরুয়া শিবির যা-ই বলুক না কেন, মহুয়া মৈত্র ক্ষমা চাইবেন না। তিনি নিজের বক্তব্যে অনড় বলে জানান তৃণমূল কংগ্রেস সাংসদ।
একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মহুয়া মৈত্র (Mahua Moitra) বলেন, 'আমি নিজের বক্তব্য থেকে সরে আসছি না। কারণ আমি ভুল নই। পশ্চিমবঙ্গে কীভাবে কালী হবে, তা বলার বিজেপি কেউ নয়।' কালী পুজো কীভাবে করবেন বাংলার মানুষ, তার শিক্ষা বিজেপির দেওয়া কোনও প্রয়োজন নেই বলেও স্পষ্ট জানান মহুয়া মৈত্র। এই ধরনের ক্ষুদ্র মানসিকতা হিন্দু ধর্মের উপর প্রভাব ফেলতে পারে না বলেও মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সাংসদ।
আরও পড়ুন: Kaali: 'মা কালীর ছবির পোস্টারে আপত্তিজনক কিছু থাকলে তা সমর্থন করে না তৃণমূল', বললেন কুণাল ঘোষ
প্রসঙ্গত মহুয়া মৈত্র নিজে একজন কালীর উপাসক বলে দাবি করেন। তাই তিনি ভুল কিছু বলেননি বলেও মন্তব্য করেন মহুয়া।