IPL Auction 2025 Live

Howrah: সিটি স্ক্যানের নামে কিশোরীর শ্লীলতাহানি, গ্রেফতার হাওড়া জেলা হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান

হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোরীর সিটি স্ক্যান করার সময়ে তার শ্লীলতাহানি করে অভিযুক্ত ল্যাব টেকনিশিয়ান। নাবালিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ।

Representational Image (Photo Credits: File Photo)

আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) ঘটনার পর থেকে নারী নিরাপত্তা নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এরই মাঝে সরকারি হাসপাতালের মধ্যে নাবালিকা তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ল্যাব টেকনিশিয়ানের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়া (Howrah) জেলা হাসপাতালে। অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোরীর সিটি স্ক্যান করার সময়ে তার শ্লীলতাহানি করে অভিযুক্ত ল্যাব টেকনিশিয়ান। নাবালিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বুকের যন্ত্রণা নিয়ে বছর বারোর ওই কিশোরীকে গত বুধবার ২৮ অগাস্ট হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে পরিবার। শনিবার রাত ১০টা নাগাদ রোগীর বুকের সিটি স্ক্যান করার জন্যে তাকে নিয়ে যাওয়া হয় ল্যাবরেটরিতে। আর সেখানেই কিশোরীর শ্লীলতাহানি করেন টেকনিশিয়ান। ঘটনার কথা পরিবারকে না জানানোর হুমকিও দেয় অভিযুক্ত। তবে ল্যাব থেকে বেরিয়ে আসতেই পরিবারকে সবটা জানায় সে। এরপরেই হাসপাতাল চত্বর জুড়ে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ল্যাব টেকনিশিয়ানকে। থানায় নিয়ে গিয়ে চলছে জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুনঃ স্ট্রেচারে শুয়ে নার্সকে অশ্লীলভাবে স্পর্শ রোগীর, বীরভূমের হাসপাতালের ঘটনায় ব্যাপক উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ

আরজি করে কর্তব্যরত মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনায় ফুঁসছে রাজ্য তথা দেশ। হাসপাতাল চত্বরে মহিলা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাহীনতা নিয়ে উঠেছে প্রশ্ন। এরই মাঝে রোগীর সঙ্গে এমন শ্লীলতাহানির ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের সামগ্রিক নিরাপত্তার সংক্রান্ত বিষয়ে। এদিকে শনিবার বীরভূমের এক স্বাস্থ্যকেন্দ্রে নার্সের শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক রোগীকে।