West Bengal: রাস্তায় নমাজ পড়া রুখতে বালির ডবসন রোডে হনুমান চাল্লিশা পাঠ বিজেপি যুব মোর্চার
তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ রায়ের অবশ্য অভিযোগ, 'এটা একটা ধর্মীয় রীতি। বিজেপি এ সব করে রাজ্যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে চাইছে।
কলকাতা, ৩ জুলাই, ২০১৯: রাজ্যে ফের শুরু হনুমান চাল্লিশা (Hanuman Challisa) তরজা। এবার বালির ডাবসন রোডে পথ আটকে হনুমান চাল্লিশা পাঠ করলে বিজেপি যুব মোর্চার (BJP Yuva Morcha) কর্মী সমর্থকরা। তাঁদের দাবি যতদিন না রাস্তা আটকে নমাজ পড়া বন্ধ হচ্ছে ততদিন এভাবেই প্রতিবাদ চালিয়ে যাবেন তাঁরা। কয়েকদিন আগেই হাওড়াতেই জিটি রোড অবরোধ করে চলছিল হনুমান চাল্লিশা পাঠ। তার একসপ্তাহ পরেই ফের হাওড়াতেই হনুমান চাল্লিশা পাঠ করে প্রতিবাদ জানালেন যুব মোর্চার কর্মী সমর্থকরা।
বিজেপি (BJP)যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিংয়ের জানিয়েছেন, যতদিন না রাস্তা আটকে নমাজ পড়া বন্ধ হবে, ততদিন আমরাও রাস্তা আটকে হনুমান চালিশা পড়ব।’ তাঁদের অভিযোগ, রাস্তা আটকে আমজনতাকে দুর্ভোগে ফেলার অধিকার কারও নেই। বিজেপির হুমকি রাস্তা আটকে নমাজ পড়া বন্ধ না হলে প্রতি মঙ্গলবার হাওড়ার সমস্ত হনুমান মন্দিরের সামনে পথ আটকে হনুমান চল্লিশা পাঠ করা হবে। আরও পড়ুন, আজ ফের শহরে অঙ্গ প্রতিস্থাপন, এসএসকেএম হাসপাতালে হৃদয়ন্ত্র প্রতিস্থাপন, তৈরি গ্রিন করিডর
তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ রায়ের অবশ্য অভিযোগ, 'এটা একটা ধর্মীয় রীতি। বিজেপি এ সব করে রাজ্যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে চাইছে।'