TMC On Amit Shah's Letter: 'নিজেদের ব্যর্থতা ঢাকতে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছেন' অমিত শাহকে পালটা তোপ তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির
পরিযায়ী শ্রমিকদের ফেরানোর অনুমতি দিচ্ছে না রাজ্য, এই অভিযোগে করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে (CM Mamata Banerjee) চিঠি পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পালটা তৃণমূলের (TMC) তরফেও জবাব এসেছে। অমিত শাহ মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটি চিঠি লেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই রাজ্যে পরিযায়ী শ্রমিকদের (Migrant labourers) নিয়ে আসা ট্রেন ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে যথেষ্ট সাহায্য করছে না পশ্চিমবঙ্গ সরকার। এমনও অভিযোগ করেন অমিত শাহ।
কলকাতা, ৯ মে: পরিযায়ী শ্রমিকদের ফেরানোর অনুমতি দিচ্ছে না রাজ্য, এই অভিযোগে করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে (CM Mamata Banerjee) চিঠি পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পালটা তৃণমূলের (TMC) তরফেও জবাব এসেছে। অমিত শাহ মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটি চিঠি লেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই রাজ্যে পরিযায়ী শ্রমিকদের (Migrant labourers) নিয়ে আসা ট্রেন ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে যথেষ্ট সাহায্য করছে না পশ্চিমবঙ্গ সরকার। এমনও অভিযোগ করেন অমিত শাহ।
রাজ্য সরকার দেশের বিভিন্ন স্থানে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের প্রতি অবিচার করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখনও পর্যন্ত কেন্দ্র এই লকডাউনের মধ্যে ২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরে যেতে সাহায্য করেছে বলে চিঠিতে দাবি করেছেন অমিত শাহ। রাজ্য সরকারের অসহযোগিতার ফলে শ্রমিকদের দুর্দশা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আরও পড়ুন: Amit Shah To Mamata Banerjee: পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর 'অবিচার', তাদের ফেরাতে স্পেশাল ট্রেনের অনুমতি দিচ্ছে না রাজ্য, বলে দাবি অমিত শাহর
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পালটা প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং লোকসভা সাংসদ অভিষেক ব্যানার্জি। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে নিজেদের ব্যর্থতা ঢাকতে স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্য কথা বলছেন বলে টুইট করেন তিনি। টুইটে অভিষেক লেখেন, "এই সঙ্কটের সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে কয়েক সপ্তাহের নীরবতা ভেঙে কথা বলেছেন, কেবল মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য! হাস্যকরভাবে তিনি যাদের জন্য বলছেন তাঁরা নিজেদের ভাগ্যের ওপর সবকিছু ছেড়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের কারণেই। মিস্টার অমিত শাহ আপনার ভুয়ো অভিযোগের প্রমাণ দিন অথবা ক্ষমা চান।"