Kolkata: রাতের কলকাতায় অর্ধনগ্ন মদ্যপ তরুণীর ঘোরাঘুরি, ঘুম ছুটল পুলিশের
কলকাতার ব্যস্ততম রাস্তায় মদ্যপ তরুণীর (Half naked drunk girl) উদ্দেশ্যহীন ঘোরাফেরাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। তরুণীর শরীরের উর্ধাঙ্গে কোনও পোশাক ছিল না। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রেড রোডে। খবর পেয়েই পুলিশ ওই তরুণীকে গ্রেপ্তার করে। সূ্ত্রের খবর বলছে, তরুণীর নাম জানা যায়নি। তবে তিনি বাবা-মায়ের সঙ্গে কলাকতার পদ্মপুকুর এলাকায় থাকেন। বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ওই তরুণীকে অর্ধনগ্ন অবস্থায় দেখা যায়। রেড রোডের বর্তমান নাম ইন্দিরা গান্ধী সরণী। এই রাস্তাটি ইডেন গার্ডেন আর অন্য পাশে ফোর্ট উইলিয়ম।
কলকাতা, ২৪ জুন: কলকাতার ব্যস্ততম রাস্তায় মদ্যপ তরুণীর (Half naked drunk girl) উদ্দেশ্যহীন ঘোরাফেরাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। তরুণীর শরীরের উর্ধাঙ্গে কোনও পোশাক ছিল না। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রেড রোডে। খবর পেয়েই পুলিশ ওই তরুণীকে গ্রেপ্তার করে। সূ্ত্রের খবর বলছে, তরুণীর নাম জানা যায়নি। তবে তিনি বাবা-মায়ের সঙ্গে কলাকতার পদ্মপুকুর এলাকায় থাকেন। বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ওই তরুণীকে অর্ধনগ্ন অবস্থায় দেখা যায়। রেড রোডের বর্তমান নাম ইন্দিরা গান্ধী সরণী। এই রাস্তাটি ইডেন গার্ডেন আর অন্য পাশে ফোর্ট উইলিয়ম। আরও পড়ুন-Diesel Price Surpasses: এই প্রথম পেট্রোলকে ছাপিয়ে গেল ডিজেলের মূল্য, দিল্লিতে আজ লিটার প্রতি ডিজেল ৭৯.৮৮ টাকা
পুলিশ জানিয়েছে, পুরুষ বন্ধুর সঙ্গে ময়দান এলাকায় আকণ্ঠ মদ্যপান করে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই তরুণীকে। চালচলন কথাবার্তায় অসঙ্গতি ছিল। পোশাকের অবস্থাও আপত্তিকর। প্রায় অর্ধনগ্নই বলা চলে। রাতের দিকে রেড রোডের উপরে এমন টলমল পায়ে অর্ধনগ্ন তরুণীর ঘোরাঘুরি খবর ট্রিফিক পুলিশের কাছে পৌঁছাতে সময় নেয়নি। পথচারীরা পুলিশে বিষয়টি জানান। এরপর পুলিশ জিপ ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণীকে আটক করে। তবে তাঁর পুরুষ সঙ্গীর সন্ধান মেলেনি। কেন এত রাতে ময়দানের মতো শুনশান এলাকায় ওই তরুণী ঘুরছিলেন, তা এখনও জানা যায়নি। একইভাবে পুরুষ সঙ্গী কোথায় তাঁকে মদ্যপান করালো সে খবরও নেই। পুলিশ এবিষয়ে মুখে কুলুপ এঁটেছে।