Firhad Hakim Feeling Unwell: জ্বরে আক্রান্ত ফিরহাদ হাকিম, এসএসকেএমে আসতে চাইলেন না
মদন, শোভন, সুব্রতর পর এবার জেলে অসুস্থ হয়ে পড়লেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷ মঙ্গলবার দুপুর থেকে তাঁর জ্বর এসেছে৷ তাঁকে প্যারাসিটামলও দেওয়া হয়েছে৷
কলকাতা, ১৯ মে: মদন, শোভন, সুব্রতর পর এবার জেলে অসুস্থ হয়ে পড়লেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷ মঙ্গলবার দুপুর থেকে তাঁর জ্বর এসেছে৷ তাঁকে প্যারাসিটামলও দেওয়া হয়েছে৷ এসএসকেএমে ভর্তি প্রসঙ্গ উঠলে তা বাতিল করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী৷ ফিরহাদ হাকিম চান তাঁর চিকিৎসা হোক জেল হাসপাতালেই৷ এদিকে নারদা মামলা নিয়ে উত্তাল রাজ্য৷ গত সোমবার সাত সকালে সিবিআই রাজ্যের চার হেভিওয়েট রাজনীতিককে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়৷ করোনা পরিস্থিতিতে তৃণমূল বিধায়ক ও মন্ত্রীদের এহেন গ্রেপ্তারির নেপথ্যে রয়েছে কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসা৷ এমনই অভিযোগ উঠতে থাকে সব মহল থেকে৷ তবে সবার পক্ষ থেকেই রাজ্যবাসীকে ফাঁদে পা দিতে নিষেধ করা হয়৷
অন্যদিকে সেদিন রাতেই অসুস্থ হয়ে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়৷ সেই রাতে সুব্রত মুখোপাধ্যায়কেও এসএসকেএমে নিয়ে আসা হলেও ফের তাঁকে জেলে নিয়ে যাওয়া হয়৷ তবে মঙ্গলবার সকাল দশটা নাগাদ তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নিয়ে আসা হয়৷ এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ১০২ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি৷ সুব্রতবাবুর বুকের এক্সরে হয়েছে৷ তাঁর নেবুলাইজেশন চলছে৷ মদন মিত্রের অক্সিজেন স্যাচুরেশন বার বার কমে যাওয়ায় বেশ কয়েকবার তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছে৷ পরে রাতের দিকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়৷ তিনি রয়েছেন ১০৩ নম্বর কেবিনে৷ ১০৪ নম্বর কেবিনে ভর্তি আছেন শোভন চট্টোপাধ্যায়৷ তিনি হাই সুগারের রোগী৷ আরও পড়ুন-Ex CM Budhdhabeb Bhattachrjee COVID-19 Positive: সস্ত্রীক করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
এদিকে আজই হাইকোর্টে নারদা মামলার শুনানি৷ তার আগেভাগে চার নেতাই জামিনের ওপর স্থগিতাদেশের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন৷ তারও শুনানি হবে এদিনই। তবে নারদা মামলাকে অন্যা রাজ্যে স্থানান্তর করতে চায় সিবিআই৷ এই মর্মে হাইকোর্টে আবেদনও করে রেখেছে সিবিআই৷ এই মামলার শুনানি হবে আজই৷