Fire in Kolkata: কালীপুজোর রাতে আগুনে ভস্মীভূত নিউটাউনের গৌরাঙ্গ নগর এলাকার একাধিক ঝুপড়ি

কালীপুজোর রাতে বিধ্বংসী আগুন নিউটাউনের গৌরাঙ্গ নগর এলাকায়। প্রায় ৫-৬টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ আগুন লাগে বলে জানা গেছে। ঘনজনবসতিপূর্ণ এলাকা হওয়ায় উদ্বেগে পুলিশ। সম্ভবত বাজি কিংবা সিলিন্ডার থেকে এই আগুন লাগতে পারে, অনুমান পুলিশ ও দমকলের।

আগুনে ভস্মীভূত নিউটাউনের গৌরাঙ্গ নগর এলাকা (Photo Credits: ANI)

কলকাতা, ১৪ নভেম্বর: কালীপুজোর (Kali Puja 2020) রাতে বিধ্বংসী আগুন নিউটাউনের (Newtown) গৌরাঙ্গ নগর এলাকায়। প্রায় ৫-৬টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ আগুন লাগে বলে জানা গেছে। ঘনজনবসতিপূর্ণ এলাকা হওয়ায় উদ্বেগে পুলিশ। সম্ভবত বাজি কিংবা সিলিন্ডার থেকে এই আগুন লাগতে পারে, অনুমান পুলিশ ও দমকলের।

তবে কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকলের ৫ টি ইঞ্জিন সেখানে ছুটে যায়। আগুন বাড়তে থাকায় দমকলের আরও পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুন নিয়ন্ত্রণে না এলে আরও ইঞ্জিন আসতে পারে। আরও পড়ুন, করোনা বিধি মেনেই চলছে দক্ষিণেশ্বরের কালীপুজো, রাশ টানা হয়েছে ভক্ত সমাগমে

আজ দীপাবলির আলোর উৎসবে এমন দুর্ঘটনায় মর্মাহত ঝুপড়িবাসীরা। এর আগেও কালীপুজোয় এমন দুর্ঘটনা ঘটেছে কলকাতা শহরে। বাজির আগুনের ফুলকি, প্রদীপের আগুনের থেকে একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটে।