Fire at Bhawanipur: ভবানীপুরে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন
ভবানীপুরের (Bhawanipur) একটি বহুতলে অগ্নিকাণ্ড (Fire Broke Out)। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। হাইড্রোলিক ল্যাডারও আনা হয়েছে। ইতিমধ্যেই ওই বহুতলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসেনি। এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।
কলকাতা, ৩০ মার্চ: ভবানীপুরের (Bhawanipur) একটি বহুতলে ভয়ঙ্কর আগুন লাগে (Fire Broke Out)। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। হাইড্রোলিক ল্যাডারও আনা হয়েছে। ইতিমধ্যেই ওই বহুতলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসেনি। এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।
আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, এ দিন সকাল ১০টায় ওই বহুতলের ১৬ তলা থেকে আগুন বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ধোঁয়া বার হতে দেখে ছুটে যান নিরাপত্তা রক্ষীরা। অগ্নি নির্বাপণ যন্ত্রের সাহায্য আগুন নেভানোরও চেষ্টা করেন তাঁরা। কিন্তু অল্প সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সময় নষ্ট না করেই খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। পরে আসে আরও পাঁচটি। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলের ডিজি জগমহন, ডিসি (দক্ষিণ) মিরাজ খালিদ-সহ পদস্থ কর্তারা। ঘটনাস্থলে যাচ্ছেন দমকলমন্ত্রী সুজিত বসু। কারও আটকে থাকার খবর নেই বলে পুলিশ সূত্রে খবর। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আরও পড়ুন, করোনাভাইরাসকে রুখতে বাড়তে পারে লকডাউন? এই তথ্যকে ভিত্তিহীন গুজব বললেন ক্যাবিনেট সচিব
১৬ তলায় আগুন লাগায় বেগ পেতে হয় দমকলকে। উচ্চতা বেশি হওয়ায় আনা হয়েছে হাইড্রোলিক ল্যাডার। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল।শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হলেও, এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি আগুন লাগার সঠিক কারণ। ওই অভিজাত আবসনে আগুন লাগার কারণে, আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা। একটি দেশজুড়ে লকডাউনে বিপর্যস্ত জনজীবন, তার মধ্যে এমন ঘটনা চিন্তায় ফেলেছে এলাকার মানুষকে।